শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজ

আভিস্কার ব্যাটে ভর করে সিরিজে এগিয়ে গেলো শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:53 শুক্রবার, 03 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আভিস্কা ফার্নান্দোর সেঞ্চুরি আর চারিথা আসালাঙ্কার হাফ সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় এইডেন মার্করামের ব্যাটে জয়ের পথেই হাঁটছিল দক্ষিণ আফ্রিকা। সঙ্গে রসি ভ্যান ডার ডাসেন খেললেন কার্যকর ইনিংস। কিন্তু শেষদিকে আর কেউ দাড়াতে না পারায় আঁটসাঁট বোলিং করে দারুণ জয় তুলে নেয় দাসুন শানাকার দল।

বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ জিতেছে স্বাগতিকর শ্রীলঙ্কা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রাজত্ব করেন দুই দলের ব্যাটসম্যানরাই। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০০ রান তোলে লঙ্কানরা।

আভিস্কা ১১৫ বলে করেন ১১৮ রান। আসালাঙ্কা ৭২ রানের আগ্রাসী ইনিংস খেলেন ৬২ বলে। এরপর প্রোটিয়ারা পুরো ওভার খেলে থামে ৬ উইকেটে ২৮৬ রানে। মার্করামের ব্যাট থেকে আসে ৯০ বলে ৯৬ রানের ইনিংস। ভ্যান ডার ডাসেন ৫৯ বলে করেন ৫৯ রান।

সফরকারীদের ইনিংসের লম্বা সময় পর্যন্ত ম্যাচের পাল্লা ভারী ছিল তাদের পক্ষেই। হাতে ৭ উইকেট নিয়ে শেষ ৪৮ বলে দরকার ছিল ৬৯ রান। তবে লঙ্কানদের দুই স্পিনার আকিলা ধনাঞ্জয়া ও ভানিদু হাসারাঙ্গা নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলে খেলতে পারেনি সফরকারীরা।

৫৭ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। মিনোদ ভানুকাকে বোল্ড করে দলকে ব্রেক থ্রু দেন মার্করাম। রানের খাতা খোলার আগেই কেশব মহারাজের পরের ওভারে সাজঘরে ফেরেন ভানুকা রাজাপাকসে। এরপর তৃতীয় ও চতুর্থ উইকেটে দুটি দারুণ জুটি পায় লঙ্কানরা।

ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ১০৯ বলে ৭৯ রান যোগ করেন ওপেনার আভিস্কা। পরের জুটিতে রান আসে দ্রুতগতিতে। আভিস্কা ও আসালাঙ্কা মিলে ৯৭ রান তোলেন মাত্র ৭১ বলে। ইনিংসের শেষভাগে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও প্রতিপক্ষকে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে সমর্থ হয় শ্রীলঙ্কা।

ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরির স্বাদ নিয়ে ১০টি চার ও ২টি ছক্কা মারেন আভিস্কা। তাকে বিদায় করেন তাবরাইজ শামসি। দলকে তিনশ ছোঁয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৬টি চার ও একটি ছয়। তিনি হন কাগিসো রাবাদার শিকার। এছাড়া, ধনঞ্জয়া ৬২ বলে করেন ৪৪ রান।

জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকাও ভালো শুরু পায়। ইয়ানেমান মালানকে ফিরিয়ে ৪৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন হাসারাঙ্গা। দ্বিতীয় উইকেটে অধিনায়ক টেন্ডা বাভুমার সঙ্গে ১০৬ রান তোলেন মার্করাম। এরপর প্রতিপক্ষের থ্রোতে হাতে আঘাত পেয়ে আহত অবসরে যান বাভুমা। পরে আর নামেননি তিনি।

অল্প সময়ের ব্যবধানে মাঠ ছাড়েন সেঞ্চুরির আশা জাগানো মার্করাম। প্রভিন জয়াবিক্রমার বলে হাসারাঙ্গাকে ক্যাচ দেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা। এরপর কাইল ভেরেইনের সঙ্গে ৫২ বলে ৪৩ ও হেইনরিখ ক্লাসেনের সঙ্গে ৩৮ বলে ৫১ রান যোগ করেন ৬টি চার মারা ভ্যান ডার ডাসেন।

তবে রিভার্স সুইপ করতে গিয়ে ভ্যান ডার ডাসেন দনঞ্জয়ার বলে বোল্ড হয়ে গেলে ম্যাচের ভাগ্য হেলে পড়ে শ্রীলঙ্কার দিকে। পরে ক্লাসেন ও আন্দিল ফেলুকওয়ায়োদের টিকতে না দিয়ে জয়ের উল্লাসে মাতোয়ারা হয় তারা।