promotional_ad

স্টোকস-বাটলারের বদলি নিল রাজস্থান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় অংশে খেলবেন না জস বাটলার ও বেন স্টোকস। দলের বড়  ‍দুই তারকা নিজেদের সরিয়ে নেয়ায় বেশ খানিকটা বিপাকে পড়তে হয়েছে রাজস্থান রয়্যালস। তবে ইতোমধ্যে এই দুই ইংলিশ ক্রিকেটারের বদলি নিয়েছে দলটি। 


যেখানে স্টোকসের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের পেসার ওশানে থমাস ও বাটলারের পরিবর্তে আইপিএল খেলবেন এভিন লুইস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান।


promotional_ad

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই ইনজুরিতে পড়েছিলেন স্টোকস। ইনজুরি কাটিয়ে ইংলিশ কাউন্টিতে ফিরলেও কদিন পরই ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। 


যার ফলে আইপিএলের সংযুক্ত আরব আমিরাত অংশে খেলা হচ্ছে না স্টোকসের। এদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এবারের আইপিএল খেলবেন না বাটলার। এমনকি ঘরের মাঠে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।


তাঁদের দুজনের বদলি হিসেবে নেয়া লুইস ও থমাস বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলায় ব্যস্ত। লুইস সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং বার্বাজোজ রয়্যালসের হয়ে খেলছেন থমাস। রাজস্থানের হয়ে লুইস এবার প্রথম হলেও থমাসের জন্য দ্বিতীয়বার।


২০১৯ সালের আইপিএলে রাজস্থানের জার্সিতে খেলেছিলেন ডানহাতি এই পেসার। তাতে খানিকটা নিজের পুরনো ঠিকানায় ফিরেছেন তিনি। এদিকে রাজস্থানের সঙ্গে চুক্তি করার আগে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন লুইস।


স্টোকস ও বাটলার ছাড়াও সংযুক্ত আরব আমিরাত অংশ জোফরা আর্চার ও অ্যান্ড্রু টাইকে পাচ্ছে না তাঁরা। ইনজুরির কারণে খেলবেন না আর্চার এবং ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন টাই। এই দুজনের পরিবর্তে তাবরাইজ শামসি ও গ্লেন ফিলিপসকে দলে নিয়েছে রাজস্থান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball