পাকিস্তান ক্রিকেট

ভুয়া খবরে চটেছেন ওয়াসিম আকরাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:22 মঙ্গলবার, 31 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হতে চেয়েছিলেন ওয়াসিম আকরাম। কদিন আগেই এমন সংবাদ ফলাও করে প্রচার হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

এই খবর উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি পেসার। এমন মিথ্যা সংবাদ না ছাড়ানোর জন্যও পরামর্শ দিয়েছেন তিনি। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পিসিবির চেয়ারম্যান হওয়ার কোনো আগ্রহ ছিল না তার।

এক টুইটে তিনি লিখেছেন, 'দয়া করে, এই ধরনের ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। সূত্রগুলো ঠিক রাখুন। টাইমস অব ইন্ডিয়া (টিওআই) ভারতের শীর্ষস্থানীয় এবং বিশ্বাসযোগ্য সংবাদপত্র। এসব ভিত্তিহীন খবর গণমাধ্যমটির ভাবমূর্তিতে আঘাত করে। পিসিবি চেয়ারম্যানের পদ একটি বিশেষায়িত কাজ এবং আমি কখনোই এতে আগ্রহী ছিলাম না...'

ইমরানের প্রিয়পাত্র হিসেবে সুনাম রয়েছে ওয়াসিমের। আশি–নব্বই দশকে দুজনে পাকিস্তান দলে দাপিয়ে বেড়িয়েছেন। ইমরান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাই ওয়াসিমের নাম পিসিবি চেয়ারম্যান হিসেবে বিবেচনায় নেয়া বড় কোনো ব্যাপার ছিল না।

যদিও ওয়াসিমের অতীতের কারণে রমিজ রাজাকেই যোগ্য বলে মনে করছেন ইমরান। নব্বইয়ের দশকে ম্যাচ গড়াপেটা ও পাকিস্তান দলে নানা রকম অভ্যন্তরীণ কোন্দলের সঙ্গে নাম জড়িয়ে আছে ওয়াসিমের। এ কারণেই প্রিয় পাত্র হয়েও নাম কাটা পড়েছে কিং অব সুইং খ্যাত এই সাবেক পেসার।

এসব অস্বীকার করে পিসিবির সভাপতি হতে যাওয়া রমিজ রাজাকে অভিনন্দন জানিয়েছেন ওয়াসিম। তিনি লিখেছেন, 'পিসিবির চেয়ারম্যান হতে প্রধানমন্ত্রীর দ্বারা বিওজি সদস্য হিসেবে মনোনীত হওয়ার জন্য রমিজ রাজাকে অভিনন্দন। আমার বিশ্বাস, রমিজ পাকিস্তান ক্রিকেটে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। কারণ তার দর্শন ও অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তান ক্রিকেটের বড় একটি উত্থান প্রয়োজন এবং তোমার প্রতি আমার সমর্থন আছে।'