promotional_ad

আইয়ার ফিরলেও দিল্লির অধিনায়ক থাকছেন পান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের প্রথম অংশে খেলতে পারেননি দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সেবার তার বদলি হিসেবে দিল্লির অধিনায়কত্ব সামলেছিলেন ঋষভ পান্ত।


সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশে চোট কাটিয়ে আইয়ার ফিরলেও দিল্লির অধিনায়ক থাকছেন পান্ত। গত ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে কাঁধের চোটে পড়েছিলেন আইয়ার। যা তাকে ছিটকে দিয়েছিল আইপিএল থেকে।


promotional_ad

ইতোমধ্যে চোট থেকে সেরে উঠেছেন তিনি। আইপিএলের দ্বিতীয় অংশে খেলার ব্যাপারেও আশাবাদী আইয়ার। পান্তের অধীনে প্রথম অংশে ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচেই জয় তুলে নিয়ে ১২ পয়েন্টের সাহায্যে তালিকার শীর্ষে দিল্লি। তাই আইয়ার ফিরে এলেও আইপিএলের বাকি অংশেও পান্তের কাঁধেই অধিনায়কের দায়িত্ব বহাল রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।


সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম। সুত্র মতে, ‘একটি দুর্দান্ত খবর যে শ্রেয়াস আইয়ার ফিট হয়েছে এবং ফিরে আসার জন্য প্রস্তুত। বোঝাই যাচ্ছে দিল্লি টিম ম্যানেজমেন্ট তাকে পুনর্বাসন করার আরো সময় দেবে। এর ফলে পান্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবে। তবে সেটি কেবল আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বের জন্য।’


গত এপ্রিলে শুরু হয়েছিলো আইপিএলের এবারের আসর। তবে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশই বেড়ে যাওয়ায় মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল আইপিএলের এবারের আসর। তবে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে আসরটির বাকি অংশ।


স্থগিত হওয়ার আগে এবার আইপিএলে মাঠে গড়িয়েছিল ৩৬টি ম্যাচ। আমিরাত পর্বে অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ৩১টি ম্যাচ। ১৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই আসরটির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball