promotional_ad

ইংল্যান্ড দলে ফিরলেন ওকস-উড, নেই বাটলার

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথম তিন টেস্টের দলে না থাকলেও এই টেস্টকে সামনে রেখে অনেকদিন পর দলে ফিরেছেন ক্রিস ওকস। তিনি সর্বশেষ গত বছরের আগস্টে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন। ছেলে সন্তানের বাবা হতে যাওয়ায় এই টেস্টের স্কোয়াডে নেই জস বাটলার। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে স্যাম বিলিংসকে।


একই সঙ্গে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মার্ক উড। যদিও তিনি চতুর্থ টেস্টের একাদশে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তাকে পর্যবেক্ষণে রেখেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ইনজুরিতে পড়েছিলেন উড। এরপর ছিটকে যান তৃতীয় টেস্টের স্কোয়াড থেকে।


তার পরিবর্তে দলে ডাক পেয়েছিলেন সাকিব মাহমুদ। এখন উড ফেরায় সাকিবকে কাউন্টিতে খেলার জন্য স্কোয়াড থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে ওভাল টেস্টে ওকস যে খেলছেন তা নিশ্চিত করেছেন ইংল্যান্ড প্রধান কোচ ক্রিস সিলভারউড।


promotional_ad

এ প্রসঙ্গে সিলভারউড বলেন, ‘এটা সত্যিই দারুণ যে ওকসকে পুনরায় আমরা টেস্ট স্কোয়াডে পেয়েছি। সে গত সপ্তাহ থেকেই গোড়ালিতে কোনো রকম ব্যাথা ছাড়াই বোলিং করছে। সে একজন কার্যকরী ক্রিকেটার বোলিংয়ের পাশাপাশি মিডিল অর্ডারে রান করারও ক্ষমতা আছে তার, আমরা তার শূন্যতা অনুভব করেছি। ওভালের জন্য তাকে প্রস্তুত করছি।’


এই টেস্টের স্কোয়াডে নেই বাটলার। কারণ কিছু দিনের মধ্যেই তার স্ত্রী দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। আর এই সময়ে স্ত্রীর পাশে থাকতেই ওভাল টেস্টে খেলা হচ্ছে না এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। তবে সিরিজের শেষ টেস্টে তাকে পাওয়া নিয়ে আশাবাদী প্রধান কোচ।


বাটলার প্রসঙ্গে সিলভারউড বলেন, ‘দ্বিতীয় পুত্র সন্তানের আগমনের জন্য আমরা জস ও তার পরিবারকে স্বাগত জানাই। দুঃখজনক ব্যাপার সে এই টেস্ট খেলতে পারছে না এবং আমরা আশা করছি সে ওল্ড ট্রাফোর্ডে সিরিজের শেষ টেস্টে খেলবে।’


বাটলারের অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন বেয়ারস্টো। তার উপর যথেষ্ট আস্থা আছে সিলভারউডের। প্রধান কোচ মনে করেন কিপিং গ্লাভস সামলানোর পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট দক্ষ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। আর বিলিংসকে রিজার্ভ হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে। দলের প্রয়োজনে বিলিংসও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেন।


এ প্রসঙ্গে সিলভারউড বলেন, ‘বেয়ারস্টো উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবে। আমরা সকলেই জানি, জসের পরিবর্তে দায়িত্ব নেয়ার মতো সামর্থ্য এবং মিডল অর্ডারে ব্যাটিং করার মতো দক্ষতা তার রয়েছে। বিলিংস রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে থাকছে। সে আমাদের ক্রিকেটের ধরন বুঝে এবং আমাদের দলের প্রিয় সদস্য। দলের বাকিদের মতোই সে ফিট রয়েছে।’


ইংল্যান্ড স্কোয়াডঃ জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্ট্রো, স্যাম বিলিংস, ররি বার্নস, স্যাম কোরান, হাসিব হামিদ, দেন লরেনস, ডেভিড মালান, ক্র্যাগ ওভারটন, অলি পোপ, অলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball