promotional_ad

ভারতের মাটিতে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশের যুবারা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এ বছরের নভেম্বরের মাঝামাঝি সময় ভারতের দুটি অনুর্ধ্ব-১৯ দল এবং শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে চার দলের একটি টুর্নামেন্ট খেলতে পারে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এমন একটি সংবাদ প্রচারের পর তা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার।


বিসিবি চেয়েছিল যুব এশিয়া কাপের আগে ভারতকে নিয়ে দেশের মাটিতেই ত্রিদেশীয় সিরিজটি খেলতে। এক বছর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সেভাবেই আলোচনা সেরে রেখেছিল ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট বিভাগ। প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজটি এখন হবে চার দলের টুর্নামেন্টে নির্ধারিত সময়েই, তবে বাংলাদেশে নয়, ভারতে।


এ ব্যাপারে ক্রিকফ্রেঞ্জিকে কাউসার বলেন, 'হ্যা, ভারত এবং শ্রীলঙ্কা নিয়ে আমাদের একটি সিরিজ আয়োজনের আলোচনা হচ্ছিল। যে আলোচনা অনেকটা ইতিবাচক রূপ নিয়েছে। পরে ওদের পক্ষ থেকে টুর্নামেন্ট আয়োজনের আবেদন এসেছে। আমরা এই ব্যাপারে ইতিবাচক। তবে সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি এই টুর্নামেন্টটি মাঠে গড়াতে পারে।'


এদিকে টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী এবারের আসন্ন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে টাইগার যুবাদের কঠিন প্রতিপক্ষ মানছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যে কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে চায় তারা।


promotional_ad

করোনার কারণে লম্বা বিরতি পড়া যুব দলের খেলোয়াড়দের পরখ করতে টাইগার যুবাদের ভারতের ক্রিকেট বোর্ড ভাবছে উৎকৃষ্ট বিকল্প হিসেবে। একই সঙ্গে নভেম্বরে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কান যুবাদেরও আতিথেয়তা দিতে চায় বিসিসিআই। যেখানে খেলবে ভারতের দুটি দল।


টাইমস অফ ইন্ডিয়া বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে বলছে, 'যুব বিশ্বকাপ সামনে রেখে বোর্ড সাধারণত ক্রিকেটারদের প্রস্তুত করতে দেশে ও দেশের বাইরে বেশ কিছু সিরিজ আয়োজন করে থাকে। করোনা মহামারী এই স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটিয়েছে।'


তারা আরো বলছে, 'এটা খুবই গুরুত্বপূর্ণ যে তরুণদের কিছু আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রয়োজন। যে কারণে বোর্ড চাচ্ছে দুইটি (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) দলকে আতিথেয়তা দিতে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশ বেশ কঠিন প্রতিপক্ষ। এই টুর্নামেন্ট আমাদের ছেলেদের প্রস্তুতিতে সাহায্য করবে।'


পরবর্তী যুব বিশ্বকাপের বাকি নেই ৬ মাসও, তবে গত যুব বিশ্বকাপের পর এখনো কোনো ম্যাচই খেলেনি কোনো দল। দফায় দফায় সিরিজ আয়োজনের চেষ্টা করেও করোনায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।


আফগানিস্তান যুবাদের বিপক্ষে সেপ্টেম্বরেই ঘরের মাঠে সিরিজ খেলার কথা, আকবর আলিদের উত্তরসূরীদের, শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্পও। তবে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর নানা শঙ্কায় ঝুলে আছে সিরিজটির ভাগ্য।


 


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball