ভারত-ইংল্যান্ড সিরিজ

ভুল সিদ্ধান্ত নেন রুট, দাবি নাসেরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:37 মঙ্গলবার, 24 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টে শেষ দিনের নাটকীতায় ম্যাচ হেরেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে জো রুট ব্যাট হাতে দলের সেরা রান সংগ্রাহক হলেও অধিনায়কত্বের কারণে সমালোচিত হয়েছেন। সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হোসাইন মনে করছেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন না রুট।

এগিয়ে থেকে লর্ডস টেস্টের পঞ্চম দিন শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু ভারতীয় লোয়ার অর্ডারে বুমরাহ আর শামি দারুণ এক জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। নাসেরের মতে সেই পরিস্থিতিতে রুট তার বোলারদের সঠিকভাবে ব্যবহার করতে পারেনি।

লর্ডস টেস্টে রুটের অধিনায়কত্ব প্রসঙ্গে নাসের বলেন, ‘মাঝে মাঝে জো আক্রমণের জন্য ভুল মুহূর্ত বেছে নেয়। লর্ডসে শেষ দিনের সকালে বুমরাহর বিরুদ্ধে আক্রমণাত্মক হওয়া তার ভুল ছিল। বরং তার সেরা তিন বোলারকে দিয়ে রান আটকে রাখতে পারতো।’

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলারদের ব্যবহার করা অধিনায়কত্বের বড় গুণ। নাসেরের মতে এখানে ব্যার্থ রুট। তিনি মনে করেন, কখন রক্ষণাত্মক আর কখন আক্রমণাত্মক সিধান্ত নিতে হয় তা জানেন না ইংলিশ অধিনায়ক।

এ প্রসঙ্গে নাসের বলেন, ‘শুধু রুট নয়, আমি ইংল্যান্ড বোর্ড সম্পর্কেও একটি কথা বলতে চাই। আমার মনে হয় তারা জানে না, অধিনায়ক হিসেবে রুটকে কখন আক্রমণাত্মক হতে হবে আর কখন রক্ষণাত্মক হবে। তার অধিনায়কত্ব নিয়ে ভাবার এটাই উপযুক্ত সময়।’

‘ইংল্যান্ডের সিদ্ধন্ত গ্রহণের ক্ষেত্রে রুট, ক্রিস সিলভারউড, পল কলিংউড ও গ্রাহাম থর্পের মতো মানুষ আছেন। কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে কঠোর হতে হবে এবং আপনি ঠিক কি ভাবছেন তা দলকে পরিষ্কারভাবে বুঝাতে হবে।’- তিনি আরও যোগ করেন।