আইপিএল

পাঞ্জাব কিংসে খেলবেন এলিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:21 শুক্রবার, 20 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

রাইলি মেরিডিথের ইনজুরিতে বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছিলেন ন্যাথান এলিস। যেখানে বাংলাদেশের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টিতেই হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন ডানহাতি এই পেসার। অভিষেকে আলো ছড়ানোর ফলে দল পেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএলের স্থগিত হওয়া অংশে খেলার জন্য এলিসকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। পেসার ঝাই রিচার্ডসন ও মেরিডিথ আইপিএল থেকে ছিটকে যাওয়ায় তাঁদের একজনের বদলি হিসেবে এলিসকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের প্রধান নির্বাহী সতিশ মেনন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা গতকাল পর্যন্ত ঝাই (রিচার্ডসন) ও রাইলির (মেরিডিথ) ফিটনেস সম্পর্কে অবগত ছিলাম না। বদলি ক্রিকেটার হিসেবে আমরা এলিসকে সাক্ষর করেছি। দুই একদিনের মাঝেই আমরা দ্বিতীয় বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব।’

বিগ ব্যাশের সর্বশেষ মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে ১৪ উইকেটে পেয়েছিলেন এলিস। যার ফলে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ না পেলেও কপাল খুলে বাংলাদেশে এসে।

টাইগারদের বিপক্ষে সিরিজের শুরুর একদিন আগে দলের নিয়মিত পেসার রাইলি মেরিডিথ ইনজুরিতে পড়লে অতিরিক্ত ক্রিকেটার থেকে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পান এলিস। একাদশে জায়গা মেলে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। নিজের অভিষেকেই হ্যাটট্রিক করেন ডানহাতি এই পেসার।

আইপিএলে সুযোগ পাওয়ায় এলিসের স্বপ্নের বছরে হাতছানি দিচ্ছে বিশ্বকাপে খেলার স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে থাকলেও আইপিএলে ভালো করলে জায়গা হতে পারে অস্ট্রেলিয়ার চূড়ান্ত বিশ্বকাপ দলে।

বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় মাঝ পথেই স্থগিত হয়েছিল আইপিএলের এবারের আসর। আর্থিক ক্ষতি পুষিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ আয়োজন করবে ভারত।