লর্ডসে রুটের ব্যাটে চেয়ে ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:48 শনিবার, 14 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টের প্রথম দিন সেঞ্চুরি তুলে নিয়ে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়েছিলেন লোকেশ রাহুল। তবে দ্বিতীয় দিন এসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। লোয়ার অর্ডারে রবীন্দ্র জাদেজা ও ঋষভ পান্ত থিতু হলেও বড় ইনিংস খেলতে পারেননি। তাতে প্রথম দিন ৩ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করা ভারতের প্রথম ইনিংসে থামে ৩৬৪ রানে। বোলিংয়ে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে স্বস্তি এনে দিয়েছিলেন জেমস অ্যান্ডাসন।

যদিও ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজের দারুণ বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। ররি বার্নস ও জো রুট মিলে শুরুর বিপর্যয় খানিকটা সামলে নিলেও শেষ বিকেলে বার্নসের বিদায়ে চাপে পড়ে ইংলিশরা। তাতে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১১৯ রান। প্রথম টেস্টে সেঞ্চুরি তুলে নেয়া আপাতত রুটের ব্যাটের দিকে তাকিয়ে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ভারতের করা ৩৬৪ রানের জবাব দিতে নেমে সাবাধানী শুরু করে ইংল্যান্ড। ইনিংসের ১৫তম ওভারে গিয়ে পরপর দুই বলে দুই উইকেট হারায় স্বাগতিকরা। ভারতের ফাঁদে পড়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন ডম সিবলি। সিরাজের লেন্থ বলে ক্যাচ তুলে দেন তিনি। তাতে ক্যাচ লুফে নিতে খুব বেশি অসুবিধা হয়নি মিড উইকেটে দাঁড়িয়ে থাকা রাহুলের। 

পরের বলে সাজঘরে ফেরেন প্রায় ৫ বছর পর জাতীয় দলে ফেরা হাসিব হামিদ। সিরাজের হাফ ভলি বলে বোল্ড আউট হয়েছেন তিনি। তাতে নিজের ফেরার ম্যাচেই গোল্ডেন ডাক মারেন হাসিব। তৃতীয় উইকেট জুটিতে অবশ্য খানিকটা প্রতিরোধ গড়েন রুট ও বার্নস। 

সাবলীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে সাজঘরে ফিরতে হয় তাঁকে। মোহাম্মদ শামির বলে লেগ বিফোরের ফাঁদে পড়া বার্নস করেছেন ৭ চারে ৪৯ রান। বার্নসের বিদায়ে খানিকটা চাপে পড়ে ইংল্যান্ড। শেষ বিকেলে আর কোন উইকেট হারিয়ে জনি বেয়ারস্টোকে নিয়ে দিন শেষ করেন ৪৮ রানে অপরাজিত থাকা রুট।

আগের দিনের ৩ উইকেটে ২৭৬ রান দিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে ভারত। দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন আগের দিন সেঞ্চুরি তুলে নেয়া রাহুল। অলিভার রবিনসনের হাফ ভলি বলে কভারে দাঁড়িয়ে থাকা সিবলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১২ চার ও এক ছক্কায় ১২৯ রান রাহুল। 

পরের ওভারে প্যাভিলিয়নের পথে হাঁটেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। অ্যান্ডারসনের লেন্থ বলে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১ রান করা ভারতের এই সহ- অধিনায়ক। এরপর অবশ্য প্রতিরোধ গড়ে ভারতের তিনশ রান পার করেন পান্ত ও জাদেজা। 

খানিকটা আক্রমণাত্বক ব্যাটিং শুরু করলেও পান্তকে খুব বেশি দুর যেতে দেননি মার্ক উড। ডানহাতি এই পেসারের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন ৩৭ রান করা পান্ত। দ্রুতই বিদায় নেন শামি। তবে ইশান্ত শর্মাকে সঙ্গে নিয়ে ভারতের রান সাড়ে তিনশ পার করেন জাদেজা। ৪০ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি ফিরলে ভারত অল আউট হয় ৩৬৪ রানে। 

এর মাঝে জসপ্রিত বুমরাহকে সাজঘরে ফিরিয়ে ক্যারিয়ারে ৩১তম বারের মতো ৫ উইকেট নেয়ার স্বাদ নেন অ্যান্ডারসন। এদিকে গেল ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সের পেসার হিসেবে ৫ উইকেট নেন ডানহাতি এই পেসার। লর্ডস টেস্ট শুরুর দিন তাঁর বয়স ছিল ৩৯ বছর ১৩ দিন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত- ৩৬৪/৩ (ওভার ১২৬.১) (রাহুল ১২৯, রোহিত ৮৩, কোহলি ৪২, জাদেজা ৪০, পান্ত ৩৭, অ্যান্ডারসন ৫/৬২, রবিনসন ২/৭৩, উড ২/৯১)

ইংল্যান্ড- ১১৯/৩ (ওভার ৪৫) (বার্নস ৪৯, রুট ৪৮*, সিবলি ১১, সিরাজ ২/৩৪)