Connect with us

ইংল্যান্ড - ভারত সিরিজ

রবিনসনের কাছে কোহলির উইকেটই সবচেয়ে বড়


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ভাবা হয়ে থাকে বিরাট কোহলিকে। তবে টেস্টে ৪৭ ইনিংস ধরে সেঞ্চুরিহীন থাকায় সমালোচনার তীর ছুঁড়ে আসছিলো সবদিক থেকে। সেই সেঞ্চুরি খরা কাটাতে লর্ডস টেস্টে খানিকটা সাবধানী শুরু করেন কোহলি। যেখানে রানের খাতা খুলতে ভারতের এই অধিনায়ক সময় নিয়েছেন ১৩ বল। প্রায় আড়াই ঘণ্টা ব্যাটিং করে লোকেশ রাহুলের সঙ্গে ১১৭ রানের জুটি গড়েছিলেন কোহলি।

যদিও সাবলীল ব্যাটিং করতে থাকা ডানহাতি এই ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করেন অলিভার রবিনসন। তাঁর অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন সাজঘরে ফেরেন কোহলি। ভারতের অধিনায়ককে ফিরিয়ে ম্যাচ শেষে রবিনসন জানিয়েছেন, এটাই তাঁর সবচেয়ে ‘বড় উইকেট’। 

চলতি বছরের জুনে লর্ডস টেস্টে নিউজিল্যান্ডের অভিষেক হয়েছিল রবিনসনের। যেখানে দুই ইনিংস মিলে সাত উইকেট নিয়েছে নিজের অভিষেক টেস্ট রাঙিয়েছিলেন ডানহাতি এই পেসার। তবে লর্ডস টেস্ট শেষ হতেই পুরোনো টুইটে নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল রবিনসনকে। 

নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতের বিপক্ষে ফেরার টেস্টে পাঁচ উইকেট নেন তিনি। তাতে নিজের প্রথম দুই টেস্টে ১২ উইকেট সংগ্রহ করেন ২৭ বছর বয়সি এই পেসার। যেখানে রস টেলর, টম লাথাম, ডেভন কনওয়ে ও রোহিত শর্শার মতো ব্যাটসম্যানদের আউট করেছেন রবিনসন। তবে কোহলির উইকেটকেই সবচেয়ে বড় মানছেন তিনি।

লর্ডস টেস্টের প্রথম দিন শেষে এ প্রসঙ্গে রবিনসন বলেন, ‘বিরাট সম্ভবত আমার সবচেয়ে বড় উইকেট। এটির জন্য আমি অনেক খুশি। সত্যি এটি দারুণ একটি মুহূর্ত।’

কোহলিকে আউট করার পরিকল্পনা নিয়ে ডানহাতি এই পেসার বলেন, ‘ব্যাক অব লেংথে তাঁকে চতুর্থ-পঞ্চম স্টাম্পে বোলিং করার পরিকল্পনা ছিল। সৌভাগ্যবশত পরিকল্পনাটা কাজে লেগেছে।’

সর্বশেষ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

তিয়াগীকে বদলে দিয়েছেন বুমরাহ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ইয়াসিরের ঝড়ো হাফ সেঞ্চুরির দিনে সাদমান-শান্তর আক্ষেপ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

মুম্বাইয়ের বুমরাহকে পাকিস্তানের গুল হিসেবে দেখতে চান মাঞ্জরেকার

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শক জয়াবর্ধনে

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

পাকিস্তানের কাছে ২০১৮ সালের নিরাপত্তা চায় ওয়েস্ট ইন্ডিজ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

নাবিল-আইচের ব্যাটে বাংলাদেশের লিড

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

দুঃসময়ে ‘বন্ধু’ বাংলাদেশকে পাশে চায় পাকিস্তান

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

মুম্বাইয়ের সূর্যকুমারকে দেখে আফসোসে পুড়ছেন গম্ভীর

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

কাশ্মীরের পেসারকে দলে নিল হায়দারাবাদ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

হার্দিকের চোটে উদ্বিগ্ন মুম্বাই, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

আর্কাইভ

বিজ্ঞাপন