শ্রীলঙ্কা - দক্ষিণ আফ্রিকা সিরিজ

শ্রীলঙ্কা সফরে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে নেই ডি কক-মিলার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:20 বৃহস্পতিবার, 12 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী সেপ্টেম্বরে সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। লঙ্কাদ্বীপে সফরের আগে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)। যেখানে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে কুইন্টন ডি কককে।

এদিকে ইনজুরির কারণে ডেভিড মিলার এবং ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না লুঙ্গি এনগিদি। করোনা থেকে সেরে ওঠায় শ্রীলঙ্কা সফরের দুই ফরম্যাটের স্কোয়াডে ফিরেছেন ‍ডুয়াইন প্রিটোরিয়াস। ডি কক-মিলাররা না থাকায় ওয়ানডেতে খানিকটা দুর্বল দল নিয়ে মাঠে  নামতে হচ্ছে প্রোটিয়াদের। 

বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ভুগছেন মিলার। ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টির দলে রয়েছেন বিধ্বংসী এই ব্যাটসম্যান। এদিকে ব্যক্তিগত কারণে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এনগিদি। অভিন্ন কারণে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না তিনি।

ওয়ানডে সিরিজে দলে সুযোগ পেয়েছেন জুনিয়র ডালা। যিনি সর্বশেষ ২০১৮ সালে প্রোটিয়াদের হয়ে ওয়ানডে খেলেছিলেন। গোঁড়ালির চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ার‌ল্যান্ড সিরিজে না থাকা সিসান্দা মাগালা ফিরেছেন লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে।

আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই দুই দলের মাঠের লড়াই। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ সেপ্টম্বর শেষ হবে প্রোটিয়াদের লঙ্কা সফর। সিরিজের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), জুনিয়র ডালা, বেউরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, জানেমান মালান, কেশভ মহারাজ, অ্যাইডেন মার্করাম, উইয়ান মুলডার, অ্যানরিক নরিকয়া, অ্যান্ডি ফ্লেকউ, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভ্যারাইনে, লিজার্ড উইলিয়ামস।

টি-টোয়েন্টি স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, বেউরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, সিসান্দা মাগালা, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিদি, অ্যানরিক নরকিয়া, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন এবং লিজার্ড উইলিয়ামস।