বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

চাটার্ড নয়, কমার্শিয়াল ফ্লাইটে আসবে নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:43 বুধবার, 11 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সবকিছু ঠিক থাকলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। করোনাকালীন সফর করলেও চাটার্ড ফ্লাইটে না এসে কমার্শিয়াল ফ্লাইটে করে বাংলাদেশে আসবে টম লাথামের দল। 

বুধবার (১১ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। কমার্শিয়াল ফ্লাইটে আসলেও জনসমাগম এড়ানোর চেষ্টার কথা জানিয়েছেন তিনি। 

এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, ‘একটা আলাদা বিষয় তো থাকবেই। যেহেতু অস্ট্রেলিয়া চাটার্ড ফ্লাইটে এসেছিল, তারা কমার্শিলায় ফ্লাইট বা রেগুলার ফ্লাইট ব্যবহার করেনি। এ জন্যই তারা চেয়েছিল যেন নূন্যতম মানুশষের সংস্পর্শে থেকে বিমানবন্দর থেকে হোটেলে আসতে।'

তিনি আরও বলেন, ‘যেহেতু নিউজিল্যান্ড কমার্শিয়াল ফ্লাইটে আসছে তাদের জন্য বিষয়টা এরকম প্রযোজ্য হবে না। এরপরও আমাদের চেষ্টা থাকবে যতটা সম্ভব মিনিমাম পাবলিক কন্টাক্টের মাধ্যমে হোটে নিয়ে আসা যায়।’

আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। মূল লড়াইয়ে নামার আগে সফরকারী দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম