ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন হোল্ডার-শামারহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:54 মঙ্গলবার, 10 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ঘোষিত এই দলে ফিরেছেন চেমার হোল্ডার ও শামারহ ব্রুকস।

১২ আগস্ট থেকে কিংস্টনে বাবর আজমের দলের বিপক্ষে স্বাগতিকদের প্রথম টেস্ট শুরু হবে। আইসিটি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন সিরিজটিতে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্যাথওয়েট।

এর আগে, গেল জুনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টেস্ট সিরিজে চোটে পড়েছিলেন চেমার। সেই চোট কাটিয়ে পাকিস্তান সিরিজে ক্যারিবীয় দলে ফিরলেন এই ডানহাতি পেসার।

এদিকে অভিজ্ঞ পেসার শ্যানন গ্যাব্রিয়েলের হ্যামস্ট্রিং চোট ও জৈব সুরক্ষা বলয় থেকে ড্যারেন ব্র্যাভোর বাইরে চলে যাওয়ায় কপাল খুলেছে ব্রুকসের। এ ছাড়া গত সপ্তাহে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকানোয় ফের দলে ডাক পান এই টপ অর্ডার ব্যাটসম্যান।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম স্পেলে খুব একটা ভাল পারফর্ম করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেবার মোট ১৩টি টেস্ট খেলে মাত্র ৩টিতে জয়ের দেখা পেয়েছিল দলটি।

আসরটির দ্বিতীয় স্পেলে পর্যায়ক্রমে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। যার মিশন শুরু হচ্ছে এই পাকিস্তান সিরিজ দিয়ে।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মাইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, শামরাহ ব্রুকস, রাকিম কর্নওয়াল, রোস্টন চেস, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, জেসন হোল্ডার, শেই হোপ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, কাইরন পোলার্ড, কেমার রোচ, জেইডেন সিলস, জোমেল ওয়ারিকান।