বাংলাদেশ - অস্ট্রেলিয়া সিরিজ

বাংলাদেশের বিপক্ষে সতীর্থদের সাহসী হতে বললেন ওয়েড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:48 বুধবার, 04 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার হার। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশের স্পিনারদের দাপটের কাছে হার মেনেছে অজি ব্যাটসম্যানরা। দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশের বিপক্ষে সতীর্থদের সাহসী হওয়ার পরামর্শ দিলেন অধিনায়ক ম্যাথু ওয়েড।

ঢাকার মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় অজিরা।

শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে থাকেন অজি ব্যাটসম্যানরা। ইনিংসের প্রথম বলে অ্যালেক্স ক্যারি বিদায় নেয়ার পাশাপাশি মাত্র ১১ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। এরপর অবশ্য মিচেল মার্শের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ওয়েড। 

যদিও নাসুম আহমেদের বাজে বলে মুস্তাফিজুর রহমানকে ক্যাচ দিয়ে দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। শেষ পর্যন্ত মার্শ ৪৫ রান করলেও দলকে জেতাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে তাই বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে সাহস নিয়ে খেলার পরামর্শ দেন তিনি।

এ প্রসঙ্গে ওয়েড বলেন, ‘আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনায় অটল থাকতে হবে। আমাদের নতুন কিছু করার সময় নেই। আপনি যেভাবে খেলতে চান সেভাবে খেলার জন্য আপনাকে সাহসী হতে হবে।’

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, ‘আপনি যখন কম রান তাড়া করবেন তখন সাহসী আর স্মার্ট হওয়ার মাঝে পার্থক্য রয়েছে। ছেলেরা এখানে খুব বেশি ম্যাচ খেলেনি। তারা মাঝের দিকে যে ১০ কিংবা ১৫ বল পাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং  ‍মূল্যবান।’