Connect with us

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চান মাহমুদউল্লাহ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বাংলাদেশ সফরে আসেননি। এদিকে কোয়ারেন্টাইন জটিলতার কারণে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার খেলতে পারছেন না এই সিরিজে। এমন অবস্থায় নিজেদেরই বড় সুযোগ দেখছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশেষ করে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে মুখিয়ে আছেন তিনি। র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও নির্দিষ্ট ম্যাচে যে দল ভালো করবে তাদেরই জেতার সুযোগ থাকবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তাই সিরিজটিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ভার্চুয়ার সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, 'আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, আপনি যত উপরের র‍্যাঙ্কিয়ের দলই হোক না কেন নির্দিষ্ট দিনে যদি ভালো খেলতে পারেন তাহলে যেকোনো দলকেই হারাতে পারবেন।'

'অবশ্যই হয়তোবা ওদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় আসেনি, একই সাথে আমরাও আমাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিস করছি। লিটন, তামিম, মুশফিককে মিস করতেছি। এটা আমাদের দলের ও ক্রিকেটারদের জন্য বড় সুযোগ নিজেদের যোগ্যতা দেখানো যে আমরা ঘরের মাঠে ভালো একটা দল।'

যদিও ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথের মতো তারকারা না আসায় অস্ট্রেলিয়ার এই দলটিকে দুর্বল ভাবতে নারাজ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি মনে করেন নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে এই সিরিজে ভালো করবে বাংলাদেশ।

টাইগার অধিনায়কের ভাষ্য, 'সেরা সুযোগ কিনা সেটা বলা এই মুহূর্তে কঠিন। তারা টি-টোয়েন্টিতে ভালো দল, ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমরা আমাদের স্কিল কতটা ম্যাচে প্রয়োগ করতে পারি। পরিস্থিতি অনুসারে কতটা প্রয়োগ করতে পারছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে।'

সর্বশেষ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

ক্রিকেটের উন্নয়নে খরচ চান দূর্জয়

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

আইপিএল থেকে ছিটকে গেলেন কুলদীপ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

শাস্তি কমছে না মেন্ডিস-ডিকওয়েলাদের

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

হ্যাটট্রিক হিরো হার্শালের প্রশংসায় গাভাস্কার

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

উদ্ভট যুক্তিতে রাহুলকে বেঙ্গালুরুর অধিনায়ক চান স্টেইন

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

রাসেলের চোট নিয়ে কলকাতার উদ্বেগ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

অ্যাডিলেড স্ট্রাইকার্সের ঘরের ছেলে হয়ে থাকতে চান রশিদ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

টেস্ট ক্রিকেটকে মিস করব: মঈন

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

ধাওয়ান-চাহাল বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় বিষ্মিত প্রসাদ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

চেন্নাইকে হারাতে হলে ৪০ ওভারই লড়াই করতে হয়: শেবাগ

আর্কাইভ

বিজ্ঞাপন