ভারতের ক্রিকেট

হার্দিকের বিকল্প পেয়েছেন গাভাস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:15 বুধবার, 28 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ও মুম্বাই ইন্ডিয়ানসের ফিনিশিংয়ের মূল ভরসার নাম হার্দিক পান্ডিয়া। ক্যারিয়ারের সেরা সময়ে ব্যাট-বলে পারফর্ম করে এই দুই দলকে বাড়তি সুবিধা দিয়েছেন এই অলরাউন্ডার। তবে ইনজুরি থেকে ফিরে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। ইনজুরি থেকে ফেরার পর এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি হার্দিক।

যে কারণে শুধু তাঁর দিকে তাকিয়ে না থেকে বিকল্প ভাবার পরামর্শ দিয়েছেন গাভাস্কার। ভারতের সাবেক ব্যাটসম্যানের মতে, হার্দিকের বিকল্প রয়েছে। তিনি মনে করেন, হার্দিকের ব্যাকআপ হিসেবে দীপক চাহার ও ভুবনেশ্বর কুমারকে ভাবা যেতে পারেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেছিলেন চাহার। তাঁর এমন ইনিংসের ওপর ভর করে ম্যাচ জেতার সঙ্গে সিরিজও নিজেদের করে নেয় ভারত। একই ম্যাচে চাহারকে দারুণভাবে সঙ্গ দিয়েছিলেন ভুবনেশ্বর।

বড় ইনিংস না খেললেও ম্যাচ জয়ে অবদান রেখেছিলেন। এ ছাড়া বেশ কয়েকবারই ভুবনেশ্বরের ব্যাটিং ঝলক দেখা গিয়েছে। খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ না পেলেও টেস্টে তিনবার হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর গড় ৪২.৭৫। যে কারণে তাঁদেরকে অলরাউন্ডার হিসেবে সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন গাভাস্কার।

এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, 'অবশ্যই, বিকল্প রয়েছে। সম্প্রতি দীপক চাহারকে দেখা গিয়েছে, সে প্রমাণ করেছে যে সে অলরাউন্ডার হতে পারে। আপনি ভুবনেশ্বর কুমারকেও সুযোগ দিতে পারেন। ২-৩ বছর আগে ভারত যখন শ্রীলঙ্কায় খেলেছিল তখন সে (ভুবনেশ্বর কুমার) ধোনির পাশে ছিল এবং ভারত জয় পেয়েছিল। ওই ম্যাচেও দ্বিতীয় ওয়ানডের মতো অবস্থা ছিল। তারা ৭-৮ টি উইকেট হারিয়েছিল। ভুবনেশ্বর ও ধোনি ভারতকে সেই ম্যাচে জয় এনে দিয়েছিল।'

তিনি আরও বলেন, 'আপনি হয়তো এটা কখনও ভাববেন না কিন্তু তারা দুজন অলরাউন্ডার হতে পারে। তার সেই ব্যাটিং প্রতিভা রয়েছে। আপনি শুধু একজনের দিকে তাকিয়ে রয়েছেন। গত ২-৩ বছরে কি ঘটেছে? কার বেশি সুযোগ পাওয়ার যোগ্য? কিন্তু তারা সুযোগ পায়নি। যে কারণে আপনি একজনের দিকে তাকিয়ে রয়েছেন এবং বলছেন যে সে ফর্মে নেই। আপনি যদি এদের সুযোগ দেন তাহলে আপনি অলরাউন্ডার খুঁজে পাবেন।'