ভারত ক্রিকেট

কোহলির পর সূর্যকুমারই ভারতের পরিপূর্ণ ব্যাটসম্যান: হরভজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:10 মঙ্গলবার, 27 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটসম্যান হিসেবে বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন বিরাট কোহলি। এদিকে সংক্ষিপ্ত ফরম্যাটে ওপেনার হিসেবে বেশ সুনাম রয়েছে রোহিত শর্মার। তাঁদের পরবর্তী প্রজন্মে পৃথ্বী শ, শুভমান গিল, শ্রেয়াস আইয়ারদের মতো প্রতিভাবান ব্যাটসম্যান এসেছেন।

যদিও হরভজন সিংয়ের পছন্দের তালিকায় সদ্যই জাতীয় দলে অভিষেক হওয়া সূর্যকুমার যাদব। ভারতের সাবেক স্পিনার মনে করেন, কোহলি এবং রোহিতের পর সূর্যকুমারই পরিপূর্ণ একজন ব্যাটসম্যান।

গেল কয়েক বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাবাহিকভাবে পারফর্ম করার সুবাদে চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেক হয় সূর্যকুমারের। যেখানে এখন পর্যন্ত চার ম্যাচে ১৩৯ রান করেছেন ডানহাতি এই৷ ব্যাটসম্যান।

ভারতের প্রথম সারির দল ইংল্যান্ডে থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় তাঁর। তিন ম্যাচের তিনটিতেই খেলেছেন তিনি। যেখানে তাঁর সংগ্রহ ১২৪ রান। মুম্বাইয়ে খেলার সুবাদে সূর্যকুমারকে বেশ ভালোভাবেই চেনেন হরভজন। ডানহাতি এই ব্যাটসম্যান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও অবাক হবেন না তিনি।

এ প্রসঙ্গে হরভজন বলেন, 'বছরখানেক ধরে আমি সূর্যকুমারকে ফলো করছি। আমি যখন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক ছিল তখন সে একেবারে তরুণ।  বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর ব্যাটসম্যান হিসেবে সে পরিপূর্ণ ব্যাটসম্যান।'

ভারতের সাবেক এই স্পিনার আরও বলেন, 'বেশ কয়েক বছর ধরে তাকে খেলোয়াড় হিসেবে বেড়ে উঠতে দেখেছি। সে দুর্দান্ত একজন ব্যাটসম্যান। সে পেস বলও খেলতে পারে আবার স্পিনও খেলতে পারে। এই সময় আপনি ভারতে ভালো ব্যাটসম্যান খুঁজে পাবে না। আমি মতে সূর্যকুমার বিশ্বকাপ স্কোয়াড, ওয়ানডে স্কোয়াড, টি-টোয়েন্টি অথবা টেস্ট স্কোয়াডে থাকে পারে।'