ভারত-শ্রীলঙ্কা সিরিজ

করোনায় আক্রান্ত ক্রুনাল, স্থগিত দ্বিতীয় টি-টোয়েন্টি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:05 মঙ্গলবার, 27 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। এর ফলে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া বুধবার (২৮ জুলাই) ও তৃতীয় ম্যাচটি শুক্রবার (৩০ জুলাই) নিয়ে যাওয়া হয়েছে। তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে।

ক্রুনালের সংস্পর্শে আসা ৮ ভারতীয় ক্রিকেটারকেও আইসোলেশনে পাঠানো হয়েছে। সোমবার আবারও ভারতীয় দলের সবার করোনা পরীক্ষা করা হবে।

শ্রীলঙ্কা সিরিজ শেষ করে বৃহস্পতিবারই দেশে ফেরার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেটা কয়েকদিন পিছিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে শ্রীলঙ্কা সিরিজ শেষে পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবের ইংল্যান্ডের বিমান ধরার কথা ছিল। মঙ্গলবার সকালে এই দুজনের নেগেটিভ রিপোর্টও হাতে এসেছে। তবে ক্রুনাল করোনায় আক্রান্ত হওয়ায় তাদের ইংল্যান্ড যাওয়াও পেছাতে পারে।

ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কা দলে করোনা ঢুকে পড়েছিল। দলটির ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও সাপোর্ট স্টাফের আরেক সদস্য কোভিড পজিটিভ হয়েছিলেন।