আইপিএল

আইপিএলে খেলা হচ্ছে না হাসারাঙ্গার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:07 শনিবার, 06 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাম পায়ের গোড়ালির পুরনো চোট ফিরে এসছে ওয়ানিন্দু হাসারাঙ্গার। এর ফলে সানরাইজার্স হায়দরাবাদের স্কোয়াডে যোগ দেয়া হয়নি এই লঙ্কান স্পিনারের। এবার জানা গেল এই চোটের কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন তিনি।

এই খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো। হাসারাঙ্গাকে আইপিএলে পাওয়া যাবে না এই খবর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ফলে অভিজ্ঞ এই স্পিনারের বদলির খোঁজ করতে হবে হায়দরাবাদকে। 

হাসারাঙ্গা সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলেছেন। সিরিজের শেষ ওয়ানডেতে গোড়ালির সমস্যায় পড়েছিলেন হাসারাঙ্গা। দেশে ফেরার পর তার স্ক্যান করানো হয়েছিল। এরপর জানা যায় গোড়ালির পুরোনো চোট মাথাচাড়া দিয়ে উঠেছে তার। 

এ কারণে আইপিএলে খেলার ছাড়পত্রও দেয়া হয়নি তাকে। এর আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য তার বিদেশ ভ্রমণ করার কথা ছিল। এই ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখছিল সানরাইজার্স হায়দরাবাদও। দলটির কোচ কদিন আগেই হাসারাঙ্গার শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, হাসারাঙ্গা দুবাইয়ের একজন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। তখনও হাসারাঙ্গাকে পাওয়ার আশায় ছিল ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের সর্বশেষ নিলামে ১ কোটি ৫০ লাখ রুপিতে লঙ্কান এই স্পিনারকে দলে ভিড়িয়েছিল হায়দরাবাদ।

এর আগে ২০২২ সালের নিলামে তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনেছিল ১০ কোটি ৭৫ লাখ রুপিতে। পুরো আসর জুড়েই দলটির হয়ে পারফর্ম করেছিলেন তিনি। নিয়েছিলেন ২৬ উইকেট। তবে গত আসরে প্রত্যাশা মেটাতে পারেননি। তার দখলে ছিল মাত্র ৯ উইকেট। সে কারণেই তারা হাসারাঙ্গাকে ছেড়ে দিয়েছিল।