Connect with us

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

ম্যাচ সেরা হয়েও সৌম্যর আক্ষেপ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দলে জায়গা পাননি সৌম্য সরকার। ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া সফরে কেবল টি-টোয়েন্টি দলের সদস্য বাঁহাতি এই ওপেনার। প্রথম ম্যাচে খেলতে নেমেই ব্যাট হাতে জ্বলে ওঠেন সৌম্য।

যেখানে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেয়ার সঙ্গে খেলেছেন ম্যাচসেরা ৫০ রানের ইনিংস। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হলেও আক্ষেপ রয়েছে সৌম্যর।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৫৩ রানের মাঝারি লক্ষ তাড়া করতে নেমে মোহাম্মদ নাইমের সঙ্গে ১০২ রানের জুটি গড়েন সোম্য। তবে তাড়াহুড়ো না করলে এই জুটিতেই জয় পেতে পারতো বাংলাদেশ।

কিন্তু হাফ সেঞ্চুরি তুলে নেয়ার বলেই সৌম্য সাজঘরে ফেরলে ভেস্তে যায় সেই পরিকল্পনা। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হওয়া বাঁহাতি এই ওপেনার ম্যাচ শেষে জানিয়েছেন হতাশার কথা।

এক ভিডিও বার্তায় সৌম্য বলেন, ' যেভাবে রান আউট হয়েছি তাতে হতাশ। আমি যেভাবে খেলছিলাম, যদি শেষ করে আসতে পারতাম তাহলে আমার নিজের আত্মবিশ্বাস আরও ভালো হতো। আমি থাকলে হয়তো আরও দুই বল আগেই খেলাটা শেষ করার সুযোগ ছিল। আমি ওদেরকে চার্জ করলে সেটার সম্ভাবনা ছিল। '

বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে দেশের ঘরোয়া টুর্নামেন্ট বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে নিজের ভুলগুলে নিয়ে কাজ করেছেন। যা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করেছেন।

সৌম্য বলেন, 'যখন বাইরে ছিলাম তখনও অনুশীলন করেছি। আমরা যে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেললাম, ওখানেও অনুশীলন করেছিলাম। কাজ করেছি আগে, এখন খেলার ভেতর ঢুকেছি, এগুলোই করার চেষ্টা করছি। যতটুকু দেখেছি ঠিকই আছে তবে আরও ধারাবাহিক হওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে।'

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

সুপার ক্লাসিকো দিয়ে মাঠে ফিরছে আইপিএল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বেঙ্গালুরুতে ভিন্ন মাত্রা যোগ করবেন চামিরা-হাসারাঙ্গা

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

নিউজিল্যান্ডের কাণ্ডে আইসিসির হস্তক্ষেপ চান ইনজামাম

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পাডিকাল শেষ মুহূর্তে বিশ্বকাপে ডাক পেতে পারেন : শেবাগ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বিশ্বকাপের আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পুনরায় ভারতের কোচ হতে আগ্রহী নন শাস্ত্রী

আর্কাইভ

বিজ্ঞাপন