promotional_ad

তামিম-মুশফিক না থাকায় অন্যদের সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরির কারণে তামিম ইকবাল ও পারিবারিক সমস্যার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না মুশফিকুর রহিম। তাঁদের মতো অভিজ্ঞ দুজন ক্রিকেটার না থাকায় টি-টোয়েন্টি সিরিজে অন্যদের সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ রিয়াদ।


সফরে যাওয়ার আগে ছুটি নিলেও গেল সপ্তাহে সিদ্ধান্তে পরিবর্তন এনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে চেয়েছিলেন মুশফিক। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের কোয়ারেন্টাইন জটিলতা এড়াতেই সিদ্ধান্ত বদলেছিলেন তিনি।


promotional_ad

কিন্তু পারিবারিক কারণে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এদিকে হাঁটুর ইনজুরিতে ৮-১০ সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে তামিমকে। যে কারণে ওয়ানডেতে খেললেও টি-টোয়েন্টিতে পাওয়া যাবে না তাঁকে। তাঁদের দুজনকে মিস করবেন বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ।


এক ভিডিও বার্তায় এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় যে প্রতিটি টি-টোয়েন্টি খেলাই চ্যালেঞ্জিং। কারণ ফেবারিট দল বলতে আমার কাছে মনে হয় এই ফরম্যাটে বলাটা খুব কঠিন। নির্দিষ্ট দিনে যারা ভালো ক্রিকেট খেলে তাদেরই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা অবশ্যই তামিম এবং মুশফিককে মিস করব।’


বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, ‘তারা অবশ্যই আমাদের দলের অনবদ্য দুজন খেলোয়াড়। তারপরও বলবো যে অন্যদের এবং আমাদের সবার জন্যই এটা সুযোগ। প্রতিটি ম্যাচে বাংলাদেশের হয়ে জেতার জন্য। আর জিম্বাবুয়ের কন্ডিশনে তারা খুবই ভালো একটা দল। আমাদেরকে ভালো ক্রিকেট খেলেই ওদেরকে হারাতে হবে।’


জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়েছে বাংলদেশ। ২২০ রানের বড় ব্যবধানে টেস্ট সিরিজ জেতার পর ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা। এই দুই সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে চান মাহমুদউল্লাহ।


তিনি বলেন, ‘তা তো অবশ্যই। টেস্টে আমরা ভালো খেলে জিতেছি। তিনটা ওয়ানডেতেই আমাদের ব্যাটসম্যান এবং বোলাররা ভালো ভালো পারফর্ম করেছে। আমরা তিনটা ম্যাচই জিতেছি। সেই আত্মবিশ্বাসটা আমাদের অবশ্যই থাকবে। আমরা চেষ্টা করব সেই আত্মবিশ্বাস নিয়ে কালকের ম্যাচটা যেন আমরা খেলতে পারি এবং ফলাফলটা আমাদের পক্ষে ইনশাআল্লাহ আনতে পারি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball