শ্রীলঙ্কা ক্রিকেট

উদানার অবসরের গুঞ্জন!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:00 শনিবার, 17 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন ইসুরু উদানা। শ্রীলঙ্কার এই পেস বোলিং অলরাউন্ডার ভারতের বিপক্ষে সিরিজ খেলেই অবসর নেবার প্রস্তুতি নিচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। শ্রীলঙ্কার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গুঞ্জন উঠেছে এটিই উদানার শেষ আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে।

সূত্রটি বলছে, 'ভারত সিরিজে শ্রীলঙ্কা দলকে প্রতিনিধিত্ব করা একজন অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে তিনি ভারতের বিপক্ষে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন।'

এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল লঙ্কান ক্রিকেটাররা। ভারত সিরিজের আগে সেই চুক্তিতে ৩০ জন ক্রিকেটারের মধ্যে ২৯ জন ক্রিকেটার চুক্তি স্বাক্ষর করেছিল।

চুক্তি স্বাক্ষর না করা সেই একজন ক্রিকেটার ছিলেন দেশটির সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। এরপর তারও অবসরের গুঞ্জন শোনা গিয়েছিল এবং তিনি লঙ্কান বোর্ডকে অনুরোধ করেছিলেন তার নাম কোন সিরিজে অন্তভূক্ত না করতে।

এখন শোনা যাচ্ছে উদানার অবসরের গুঞ্জন। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার শ্রীলঙ্কার হয়ে ২০টি ওয়ানডে এবং ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন। যদিও লঙ্কানদের হয়ে সাদা পোশাকে অভিষেক ঘটেনি তার।