জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

লিটন-আফিফদের পারফরম্যান্সে মুগ্ধ তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:38 শনিবার, 17 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তামিম ইকবাল-সাকিব আল হাসানদের মতো সিনিয়র ক্রিকেটাররা। তবে সিনিয়দের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুবর মতো তরুণ ক্রিকেটাররা।

তরুণরা দলের হাল ধরতে না পারায় বেশ কিছুদিন আগে আক্ষেপ করেছিলেন তামিম। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তরুণদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। দ্বিতীয় ম্যাচের আগে তামিম জানিয়েছেন, তরুণদের কাছে থেকে  তিনি এমন পারফরম্যান্সই পছন্দ করেন।

সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এক সেঞ্চুরি তুলে নেয়ার সঙ্গে দলকে বিপর্যয় থেকে টেনে তুলেন লিটন। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে প্রায় শতরানের জুটি গড়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মাহমুদউল্লাহ বিদায় নিলেও বাংলাদেশকে বিপদে পড়তে দেননি আফিফ ও মেহেদি হাসান মিরাজ। শেষ দিকে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আফিফ। তাঁকে সঙ্গ দেয়া মিরাজও করেছেন ২৬ রান। তরুণদের এভাবে দায়িত্ব নেয়া দেখে খুশি তামিম।

এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘একটা পর্যায়ে খুব বিপদে ছিলাম। একটা কথা সব সময় বলি, তরুণদের পারফর্ম করতে হবে। এটা নিয়ে অনেক আলোচনা হয়। আমরাও বলেছি। কাল এক্ষেত্রে আদর্শ ম্যাচ ছিল। যেখানে লিটন বেশ দায়িত্ব নিয়ে একটা ইনিংস খেলেছে। আর সবসময় ১০০ বা ৫০ নিয়ে কথা বলা খুব সহজ। কিন্তু আমার কাছে ছোট ছোট অবদান খুব গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরও বলেন, ‘আফিফের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। সে ওই ইনিংসটা না খেললে ২৭০ রান করতে পারতাম না। ৩০-৪০ রান কম হতো। মিরাজের ২২-২৩ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। রিয়াদ ভাই আউট হওয়ার পর আরেকটি উইকেট পড়ে গেলে বিপদ হতো। আমার কাছে মনে হয় এই ছোট ছোট অবদানের কৃতিত্ব দেওয়া গুরুত্বপূর্ণ। যেটা আমি পছন্দ করি।’