ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

লিভিংস্টোনের সেঞ্চুরিতেও জয় পেলো না ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:26 শনিবার, 17 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নটিংহ্যামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রান উৎসবে মেতেছিল ইংল্যান্ড ও পাকিস্তান। এই ম্যাচে শেষ পর্যন্ত ৩১ রানে পেয়েছে সফরকারী পাকিস্তান।

সেঞ্চুরি করেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন লিয়াম লিভিংস্টোন। দেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরির রেকর্ড গড়েও জয় বঞ্চিত থাকতে হয়েছে এই ইংলিশ ব্যাটসম্যানকে।

আগে ব্যাট করে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া হাফ সেঞ্চুরিতে ২৩২ রান তোলে পাকিস্তান। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০১ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।

ট্রেন্ট ব্রিজে শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। দুই ওপেনার বাবর ও রিজওয়ান ঝড়ো ব্যাটিং করে দুজনই হাফ সেঞ্চুরি তুলে নেন। মাত্র ৬৮ বলেই এই দুজনের শতরানের জুটি গড়ে ওঠে।

এই জুটি গড়ার পথে ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাবর আর রিজওয়ানের ৫০ আসে ৩৪। দেড়শো রানের জুটির পর ব্যক্তিগত ৬৩ রানে তিনি আউট হন। তার ৪১ বলের ইনিংসটি সাজানো ছিল আট চার ও এক ছক্কায়।

এর পরের ব্যাটসম্যানরাও ছিলেন বেশ আগ্রাসী। দুই ছক্কা ও এক চারে ৭ বলে ১৯ রান করে ফিরেন সোহেব মাকসুদ। সেঞ্চুরির আশা জাগিয়ে বাবর ফেরেন তিন ছক্কা আট চারে ৮৫ রানের ইনিংস খেলে।


ইনিংসের শেষ দিকে ৮ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানের পুঁজিটাকে নাগালের বাইরে নিয়ে যান ফখর জামান। ১০ বলে ২৪ রান করে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং শুরু করেন জেসন রয়। যদিও অন্যপ্রান্তে নিয়মিত সাজঘরে ফিরেছেন ব্যাটসম্যানরা। মাত্র ১৩ বলে ৩২ রান করে রয় আউট হন শাহীন আফ্রিদির শিকার হয়ে।

এরপর বাকি গল্পটা নিজের মতো লিখেছেন লিভিংস্টোন। মাত্র ২ রানেই মোহাম্মদ হাসনাইনকে ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। অবশ্য বল সীমানা ছাড়া হলে তার নামের পাশে যোগ হয় ৬ রান।

জীবন পেয়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের ওপর তাণ্ডব চালিয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লিভিংস্টোন। এর আগে ইংল্যান্ডের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি ছিল ইয়ন মরগানের।

এরপর ৪২ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ডেভিড মালানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙেন লিভিংস্টোন। একপ্রান্তে ঝড় তুললেও অন্যপ্রান্তে সেভাবে সঙ্গ দিতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা।

১১ বলে ১০ রান করে আউট হন লুইস গ্রেগরি। ১৬ করে হারের ব্যবধান কমিয়েছেন ডেভিড উইলি। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন আফ্রিদি ও শাদাব খান। আর একটি উইকেট পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ হাসনাইন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২৩২/৬ (২০ ওভার) (রিজওয়ান ৬৩, বাবর ৮৫, মাকসুদ ১৯, ফখর ২৬, হাফিজ ২৪; কারান ২/৪৭, গ্রেগরি ১/২৫)

ইংল্যান্ড: ২০১/১০ (১৯.১ ওভার) (রয় ৩২, বেয়ারস্টো ১১, লিভিংস্টোন ১০৩, মরগান ১৬, গ্রেগরি ১০, উইলি ১৬; আফ্রিদি ৩/৩০, শাদাব ৩/৫২)