পাকিস্তানের ক্রিকেট

হাসান আলীকে অধিনায়কত্ব দেয়ার পরামর্শ শোয়েবের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:35 রবিবার, 11 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ খুঁইয়েছে পাকিস্তান। দুই ম্যাচের একটিতেও ২০০ রান করতে পারতে পারেনি সফরকারীরা। অন্যদিকে ইংল্যান্ড একদমই নতুন এবং তরুণদের নিয়ে এই সিরিজে অভিজ্ঞ পাকিস্তান দলকে গুড়িয়ে দিয়েছে।

এ নিয়েই বাবর আজম এবং তার দলের প্রতি ক্ষোভ ঝাড়ছেন সাবেক ক্রিকেটাররা। এবার সেই দলে যোগ দিলেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। তার মতে বাবরকে ব্যাটসম্যান হিসেবে খেলিয়ে হাসান আলিকে পাকিস্তানের রঙিন পোশাকের অধিনায়ক করা উচিত।

এ প্রসঙ্গে শোয়েব বলেন, 'আমি তাকে [বাবর আজম] ব্যাটসম্যান হিসাবে খেলতাম। আমাকে যদি এই দল থেকে একজন অধিনায়ক নির্বাচন করতে বলা হয়, তবে এটি হাসান আলিরই হতো। কারণ সে যথেষ্ট বুদ্ধিমান এবং মেধাবী একজন।'

তিনি আরো বলেন, 'আমার দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা, আমি বাবরকে দুর্দান্ত ব্যাটসম্যান বানিয়ে তার ওপর চাপ তৈরি করতাম যাতে সে রান করতে পারে। আর তার রানের ওপর ভিত্তি কেন যেন বাকি ব্যাটসম্যানরা তাকে সঙ্গ দেয়।'

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৪৮ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে মাত্র ১৯৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এই সিরিজে কোন টেস্ট ম্যাচ না থাকায় বেশ খুশি শোয়েব। তিনি মনে করছেন যে ধরণের পারফরম্যান্স করছে পাকিস্তান তাতে দুই দিনেই টেস্ট শেষ হয়ে যেত।

এ প্রসঙ্গে শোয়েব বলেন, 'আমি এই পাকিস্তান খেলোয়াড়দের কেন উইলিয়ামসন, বিরাট কোহলি এবং বেন স্টোকসের সঙ্গে তুলনা করে এই খেলোয়াড়দের চেয়ে আরও ভাল হওয়ার জন্য উতসাহিত করতাম। আমি হয়ত আজমকে তাদের সঙ্গে তুলনা করার জন্য বেছে নিতে পারি।'

সবশেসে তিনি বলেন, 'কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখন খুবই বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। পাকিস্তান সিরিজটি হেরেছে এবং এটি অত্যন্ত হতাশাব্যঞ্জক। ভাগ্যিস কোনও টেস্ট ম্যাচ নেই এই সফরে নাহলে দুই দিনেই শেষ হয়ে যেত।'