ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের 'দুঃস্বপ্ন'!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:19 শনিবার, 10 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজে এমন বাজে শুরুর পর পাকিস্তান দলের সমালোচনায় মুখোর ক্রিকেট অঙ্গন।

অবশ্য এমন সময় পাকিস্তান দলের পাশে দাঁড়িয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ইনতিখাব আলম। তিনি মনে করেন নিজেদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেললে এই সিরিজে ঘুরে দাঁড়াতে পারে পাকিস্তান।

এই হার নিয়ে বেশি না ভেবে দুঃস্বপ্নের মতো উড়িয়ে দিতে বলেছেন এই সাবেক ক্রিকেটার। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে এই হারকে সাধারণভাবেই নিচ্ছেন তিনি।

সম্প্রতি ইনতিখাব বলেছেন, 'এই হারে আমি অবাক হইনি। কারণ আপনি জানেন ইংল্যান্ড সফরের আগে আমরা কোন দলের সাথে এর আগে খেলেছি এবং কি ধরনের পিচে খেলেছি। ইংল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য সবসময়ই খুব চ্যালেঞ্জিং।'

পাকিস্তান দলকে পরামর্শ দিয়ে তিনি বলেন, 'কিন্তু এমন কিছু ক্রিকেটে প্রায়শই ঘটে এবং আমার মনে হয় এটাকে একটি দুঃস্বপ্নের মতোই উড়িয়ে দেবে দল। কঠোর পরিশ্রম করবে এবং এই হার ভুলে যাবে। তারা যদি তাদের সম্পূর্ণ সামর্থ্যে দিয়ে খেলে, নিজেদের ওপর বিশ্বাস রাখে এবং হারের ভয় না করে তবে তারা ঘুরে দাঁড়াতে পারে।'

ইংল্যান্ড দলকেও প্রশংসায় ভাসিয়েছেন ইনতিখাব। তার মতে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের এমন পারফরম্যান্স স্বাভাবিক, কারণ ইংল্যান্ডের ক্রিকেট কাঠামো বেশ ভালো। তাই তারা প্রত্যেক ক্রিকেটারের যোগ্য বিকল্প পায়।

তিনি বলেন, 'পুরো কৃতিত্ব দিতে হবে ইংল্যান্ড দলকে। এই জয় তাদের প্রাপ্য। সাধারণত তাদের ক্রিকেট সিস্টেমটাই অনেক শক্তিশালী। যেখান থেকে অনেক প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসে। এ কারণেই তাদের এতো ভালো বদলি ক্রিকেটার। তারা নিজেদের প্রমাণ করেছে কার্ডিফে।'