জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

উইকেট দেখে মাহমুদউল্লাহর খেলা নিয়ে সিদ্ধান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:13 মঙ্গলবার, 06 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে শুরুতে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে জিম্বাবুয়ে সফরের বিমানে ওঠার দুদিন আগে হুট করেই টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয় তাঁকে। মূলত তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ইনজুরির কারণে তাঁকে স্কোয়াডে যুক্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রায় ১৬ মাস পর টেস্ট দলে ফিরলেও জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদউল্লাহর একাদশে থাকা এখনও নিশ্চিত নয়। টেস্টের দিন সকালে উইকেট দেখে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মুমিনুল হক। যদিও মাহমুদউল্লাহর খেলা নিয়ে বেশ খানিকটা আশাবাদী বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক। 

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘টিম ম্যানেজমেন্ট এখনও উইকেট দেখতে পারে নাই। দেখার পর তার (মাহমুদউল্লাহ) ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে আমরা আশাবাদি আছি তার ব্যাপারে।’

এদিকে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলার সময় ইনজুরি পড়েছিলেন তামিম। যে কারণে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ডিপিএলের সুপার লিগ খেলা হয়নি বাঁহাতি এই ওপেনারের। বেশ কিছুদিন বিশ্রামে থাকলেও এখনও হাঁটুর ইনজুরি থেকে সেরে ওঠতে পারেননি তিনি। 

তামিমের খেলা নিয়ে রয়েছে বেশ খানিকটা অনিশ্চয়তা। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হওয়ায় তাঁর জন্য টেস্টের দিন পর্যন্ত অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। মুমিনুল বলেন, ‘তামিম ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা তাই কালকে পর্যন্ত দেখবো। আজকে অনুশীলন আছে কালকে পর্যন্ত দেখে এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’

ডিপিএল চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন মুশফিক। বাঁহাতের তর্জনী আঙুলে চোট পেলেও সেটা থেকে সেরে ওঠেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাঁর খেলা নিশ্চিত। 

মুশফিকের খেলা নিয়ে মুমিনুল বলেন, ‘মুশফিক ভাই অবশ্যই খেলবে। আর সাকিব ভাই ফেরাতে দলের সমন্বয় খুব সহজ হয়। তখন একজন বোলার কম নিয়ে বেশি ব্যাটসম্যান খেলানোর সুবিধা থাকে।’