ইংল্যান্ড-পাকিস্তান

ইংল্যান্ড শিবিরে করোনার থাবা, অধিনায়ক বেন স্টোকস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:33 মঙ্গলবার, 06 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। করোনা পজিটিভ এসেছেন দেশটির ৩ ক্রিকেটার। সঙ্গে আক্রান্ত হয়েছেন টিম ম্যানেজম্যান্টের ৪জন। ইতোমধ্যে ওয়ানডে স্কোয়াডের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পুরো দল আইসোলেশনে থাকলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ যথাসময়ে মাঠে গড়াবে বলে নিশ্চিত করেছে ইসিবি। তবে সে জন্য মঙ্গলবার বিকেলের মধ্যে ঘোষণা করা হবে নতুন স্কোয়াড। যার নেতৃত্বে থাকবেন বেন স্টোকস।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আঙুল ভাঙার পর থেকে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন স্টোকস। সম্রপতি ভিটালিটি ব্লাস্টে ফিরলেও তাকে আরও ফিট হতে সময় দিয়েছিল ইংলিশরা। কিন্তু এই পরিস্থিতিতে বাধ্য হয়েই স্টোকসকে ফেরাতে হচ্ছে ইসিবিকে।

ইসিবি এক বিবৃতিতে জানায়, 'ওয়ানডে স্কোয়াডের তিন ক্রিকেটার এবং ম্যানেজম্যান্টের ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন।ইতোমধ্যে আমরা যুক্তরাজ্য গণস্বাস্থ্য বিভাগ, ওয়েলস গণস্বাস্থ্য বিভাগ এবং ব্রিস্টলের স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় তাদের আইসোলেশনে পাঠিয়েছি। ৪ জুলাই থেকে যা শুরু হয়েছে। সরকারের বিধিনিষেধ মেনেই আমরা সব করছি। আক্রান্তদের আশেপাশে যারা ছিলেন বা সংস্পর্শে এসেছেন তারাও আইসোলেশনে আছে।'

স্কোয়াড ঘোষণা প্রসঙ্গে ইসিবির প্রধাণ নির্বাহী টম হ্যারিসন বলেন, 'তথ্য পাওয়ার পর রাতারাতি আমরা স্কোয়াড নিয়ে কাজ করেছি। আমরা স্টোকসের প্রতি কৃতজ্ঞ।'

'সে ওয়ানডে সিরিজেই ফিরছে, নেতৃত্বেও সে থাকছে। আমরা জানি এই খবরের প্রভাব আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটেও পড়তে পারে। সবাই মিলে আপাতত পরিস্থিতি সামাল দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি' যোগ করেন তিনি।

ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারানোর পর এবার পাকিস্তানের বিপক্ষে লড়বে ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই দল তিনটি টি-টোয়েন্টিও খেলবে।