এক বছর নিষিদ্ধ রাজাপাকশে, তবুও খেলতে পারবেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:07 সোমবার, 05 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই এক সাক্ষাৎকারে প্রধান কোচ মিকি আর্থারের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন ভানুকা রাজাপাকশে। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে।

আরও বলেছিলেন, অদ্ভুত কারণ দেখিয়ে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। এমন বক্তব্যের কারণে এক বছরের জন্য তাঁকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সেই সঙ্গে তাকে ৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চুক্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম সাক্ষাৎকারে বেফাঁস মন্তব্য করেই এই শাস্তি পেয়েছেন তিনি। 

যদিও রাজাপাকশের এই নিষেধাজ্ঞা ২ বছরের জন্য স্থগিত করা হয়েছে। ফলে খেলতে এখন আর কোনো বাধা নেই তাঁর। একই কান্ড আবার ঘটালে সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তাঁকে শ্রীলঙ্কার ১৩ সদস্যের প্রাথমিক দলে রাখার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে তিনি দলের সঙ্গে কলম্বোতে অনুশীলনে ব্যস্ত আছেন। সেখানে বোর্ডের দেয়া ফিটনেস পরীক্ষায় পাসও করেছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার লঙ্কান দলের জৈব সুরক্ষা বলয়ে অংশ নেবেন তিনি। এদিনই ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণার কথা রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের।