promotional_ad

এবার ট্রফি নিয়ে ফিরতে চান রুবেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ দল সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ২০১৩ সালে। সেবার পুরো সফরেই হতাশা সঙ্গী হয়েছিল টাইগারদের। দুই টেস্টে ১-১ ব্যবধানে ড্রয়ের পর। টি-টোয়েন্টি সিরিজেও ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। আর সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।


আবারও পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের ট্রফি নিয়ে দেশে ফেরাই লক্ষ্য বাংলাদেশ দলের। বিসিবি পাঠানো এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন, বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন।


promotional_ad

তিনি বলেন, 'শেষ আমরা যখন জিম্বাবুয়ে গিয়েছি আমরা ট্রফিটা আনতে পারিনি। যদিও ইনশাআল্লাহ এবার আমাদের টিমটা ভালো। ব্যালেন্স টিম। ভালো ভালো ক্রিকেটার আমাদের টিমে আছে। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ট্রফিটা এবার ইনশাআল্লাহ বাংলাদেশ নিয়ে আসবে।'


দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছিলেন রুবেল হোসেন। ইতোমধ্যে চোট কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন তিনি। জিম্বাবুয়ে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি দলে না থাকলেও রুবেল আছেন ওয়ানডে স্কোয়াডে।


এই ডানহাতি পেসার জানিয়েছেন মাঠে ফিরতে তিনি তৈরি। জিম্বাবুয়ে সিরিজে বড় ভূমিকা থাকবে পেসারদের। কন্ডিশন কিছুটা কঠিন হলেও। নিজেকে উজার করে দিতে চান রুবেল।


তিনি বলেন, 'আমি সুস্থ ও ফিট আছি। লাস্ট ডিপিএলে আমার একটু….সমস্যা ছিল। এখন হান্ড্রেড পার্সেন্ট ফিট আছি। যদি সুযোগ পাই শতভাগ দিয়ে চেষ্টা করব। যেহেতু আমাদের এরকম ঠাণ্ডা কন্ডিশনে আমরা অনেক ট্যুর করেছি। পেস বোলারদের জন্য একটু চ্যালেঞ্জিং। যদিও পেস বোলারদের অনেক বড় ভূমিকা রাখতে হবে জিম্বাবুয়ে সিরিজে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball