অনূর্ধ্ব-১৯

সিরিজ আয়োজনে আফগানিস্তান-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বিসিবি

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:53 রবিবার, 04 জুলাই, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। কিন্তু করোনা যেন বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিতে। যুব দল বেশ কয়েকবার প্রস্তুতি শুরু করলেও মরণব্যাধি এই ভাইরাস বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার।

এ বছরের মার্চে একটি চারদিনের ও পাঁচটি ওয়ানডে খেলতে মার্চের শুরুতে ভারতের নয়ডায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে মূলত প্রস্তুতির জন্য আফগানিস্তান বাড়তি সময় চাওয়ায় পরবর্তীতে সিরিজটি মাঠে গড়ায়নি। এমনকি করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশে আসেনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯দল।

সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে আবার জুনে ক্যাম্প শুরু করেছিল বাংলাদেশের যুবারা। যা শেষ হয় জুনের শেষ দিকে। কিন্তু করোনার প্রাদুর্ভাব আবারও বেড়ে যাওয়ায় আপাতত ঈদের আগে কোনো ক্যাম্প নেই যুবাদের।

ঈদের পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মাঠে ফিরতে পারেন আকবর-শামীমদের উত্তরসূরিরা। এছাড়া মাঠে গড়াতে পারে স্থগিত হয়ে যাওয়া আফগানিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজটিও।

এমনকি ভারতের সঙ্গেও একটি সিরিজ আয়োজনের জন্য আলাপ-আলোচনা চালিয়ে যচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার। তবে সবকিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। 

এই গেম ডেভেলপমেন্ট ম্যানেজার বলেন, 'আগস্টের শেষ দিকে আমাদের একটা সফর রয়েছে। সব আমাদের পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমরা যেখানে যাবো আর আমাদের এখানের পরিস্থিতি দেখতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের পাকিস্তান, আফগান্তিান ও ভারতের সঙ্গে খেলার কথা। আগস্টের শেষ সপ্তাহ থেকে আশা করি আমরা শুরু করতে পারবো।'

'অন্তত চারটা সিরিজের সম্ভাবনা রয়েছে আমাদের। আফগানিস্তানের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে হতে পারে। পাকিস্তানের সঙ্গে হোম অ্যাওয়ে হতে পারে। এখানে দুইটা দুইটা চারটা সিরিজ। ভারতের সঙ্গে আমাদের কিছু কথা হয়েছিল যেটা নভেম্বরে হতে পারে। হলে ওইখানে একটা সিরিজ হলে হতে পারে,' আরও যোগ করেন তিনি।

ইতোমধ্যে আফগানিস্তান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে আলোচনা করছে বিসিবি। এমনকি দুই বোর্ড সিরিজ খেলতে আগ্রহও বলে নিশ্চিত করেছেন গেম ডেভেলপমেন্টের এই ম্যানেজার। তাছাড়া সব ঠিক থাকলে এ বছর অন্তত ৪টি সিরিজ খেলবে যুবারা বলে নিশ্চিত করেছেন তিনি। 

গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আরও বলেন, 'আফগানিস্তান ও পাকিস্তান খেলতে আগ্রহী। কিন্তু এখন পরিস্থিতি দেখার বিষয়। আমাদের এখানে হোক কিংবা কোন দেশে সফরে গিয়ে হোক আমরা আগস্টের শেষের দিকে একটা সিরিজ খেলবো। এটা প্রায় নিশ্চিত। অক্টোবরে আরেকটা সিরিজ। মানে প্রতি মাসেই একটা করে সিরিজ হবে'।