promotional_ad

তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের অপরিবর্তিত স্কোয়াড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এবার তৃতীয় টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। যেখানে প্রথম দুই ম্যাচের স্কোয়াডের ওপরেই আস্থা রেখেছেন তারা। 


৫ ম্যাচের সিরিজে আপাতত ১-১ এ সমতা বিরাজ করছে। প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচেই অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। ১৬ রানের জয় নিয়ে সিরিজে সমতা আনে দলটি।


এই সিরিজ ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের লম্বা প্রস্তুতির অংশ। কারণ বিশ্বকাপের আগে ঘরের মাথেই মোট ১৫ টি টি-টোয়েন্টি খেলবে কাইরন পোলার্ডের দল।


সিরিজের বাকি অংশের সূচিঃ


promotional_ad

৩য় টি-টোয়েন্টি- ২৯ জুন


৪র্থ টি-টোয়েন্টি- ১ জুলাই


৫ম টি-টোয়েন্টি- ৩ জুলাই।


৩য় টি-টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডঃ


কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিডেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স ও কেভিন সিনক্লেয়ার।


দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াডঃ


টেম্বা বাভুমা (অধিনায়ক, কুইন্টন ডি কক, বিজোর্ন ফরচুইন, বেউরন হেনরিক্স, রেজা হেনরিক্স, হেনরিচ ক্লাসেন, জর্জ লিন্ডে, সিসান্দা মাগালা, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিক নরকিয়া, আন্দিলে ফেহলুকায়ো, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনে, লিজাদ উইলিয়ামস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball