promotional_ad

ক্রিকেট অপারেশন্স কমিটিতে নামে আছি, মিটিংয়ে ডাকে না: সুজন

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৭ সালের ১১ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান খালেদ মাহমুদ সুজন। চার বছর পার হয়ে গেলেও এই পদে তিনি বহাল আছেন কিনা নিশ্চিত নন। তার অভিযোগ অপরারেশন্স কমিটি সম্পর্কিত মিটিংয়ে ডাকা হয়না তাকে।


ক্রিকেট আপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সুজন পালন করলেও এই পদের চেয়ারম্যান আকরাম খান। সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের নতুন ব্যাটিং এবং বোলিং কোচ নিয়োগ দেয় বিসিবি। ক্রিকেট অপরারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে তা সুজনেরও জানান কথা।


promotional_ad

অথচ তিনি নাকি কিছুই জানেন না। ক্রিকেট অপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে তার কোন মতামতও নেয়া হয়নি। চার বছর এই পদে বহাল থাকলেও নাকি মাঝের দুই বছর ক্রিকেট অপরারেশন্স সম্পর্কিত কাজে কোন ধরণের ইমেলও পাননি সুজন।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমি আসলে ভাইস চেয়ারম্যান আছি কিনা অপারেশন্সের সেটাও আমি নিশ্চিত না। নামে আছি হয়তো, কারণ কোন মিটিংয়ে যাওয়া হয় না বা কখনও ডাকে না। মাঝের দুই বছর তো ইমেইলই পায়নি, এখন কিছু কিছু পাই।'


তিনি আরো বলেন, 'পাপন ভাই তো দায়িত্ব দিয়ে আমাদের স্বাধীনতা দিয়েছেন। এমন তো না যে এটা করতে পারব না ওইটা করতে পারব না। তুমি এটা করলে কেন? এমন প্রশ্নও করেন না। আমি সব সময় যা চাই আমাকে সেভাবে সাপোর্ট দিয়ে গিয়েছেন। উনি উল্টা বলেন ম্যাচ কেন খেল না, ম্যাচ খেললে তো শিখবে।'


জাতীয় দলের নতুন ব্যাটিং এবং বোলিং কোচ নিয়োগের ব্যাপারে কেন জানেন না, এমন প্রশ্ন করা হলে সুজন বলেন, 'আমার কথা হচ্ছে যে যদি আমাকে না জানানোর প্রয়োজন মনে করে তো আমি জানব কিভাবে?'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball