বাংলাদেশ ক্রিকেট

তামিম-মুশফিকদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:38 শনিবার, 26 জুন, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। ইংলিশ কোচ জন লুইসের স্থলাভিষিক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। 

শুধুমাত্র জিম্বাবুয়ে সফরের জন্য তাঁকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

ব্যাটসম্যান হিসেবে অভিজ্ঞ হলেও কোচিংয়ে খুব বেশি অভিজ্ঞতা নেই প্রিন্সের। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া প্রোটিয়া ‘এ’ দলের খণ্ডকালীন হেড কোচও ছিলেন সাবেক এই ব্যাটসম্যান।

গেল বছরের আগস্টে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নেইল ম্যাকেঞ্জি। এরপর তাঁর বদলি হিসেবে নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। 

কিন্তু পারিবারিক কারণে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার আগেই চাকরি ছেড়েছিলেন কিউইদের সাবেক এই ব্যাটিং কোচ। এরপর চলতি বছরের জানুয়ারিতে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের দায়িত্ব নিয়েছিলেন লুইস।

ইতোমধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সিরিজে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়া শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সফরেও বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছেন লুইস। তবে জিম্বাবুয়ে সিরিজের আগে তাঁকে সরিয়ে প্রিন্সকে বেছে নিয়েছে বিসিবি।

যদিও তিনি কেবল জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাটিং ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ।প্রোটিয়াদের হয়ে দুটি টেস্টে অধিনায়কত্বও করেছেন প্রিন্স।