টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

সাউদাম্পটনে বর্ণবাদী আচরণের জেরে দুই সমর্থক নিষিদ্ধ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:37 বুধবার, 23 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের সাউদাম্পটনে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ফাইনালের পঞ্চম দিন বর্ণবাদমূলক আচরণের স্বীকার হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এই ঘটনার জের ধরে স্টেডিয়ামের 'এম' ব্লকের থাকা দুই সমর্থককে মাঠ থেকে বের করে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা।

এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ধারণা করা হচ্ছে, নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে রস টেলরই বেশি বর্ণবাদমূলক আচরণের স্বীকার হয়েছেন।

তবে যে দুজন সমর্থকদের দ্বারা এই আচরণের স্বীকার হয়েছেন তারা কোন দেশের নাগরিক এ সম্পর্কে বিবৃতিতে কিছু জানায়নি আইসিসি। তবে তারা জানিয়েছে, ক্রিকেটে কোন ধরণের আপত্তিকর আচরণ সহ্য করবে না ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি বিবৃতিতে বলেছে, 'আমরা নিউজিল্যান্ডের খেলোয়াড়দের নির্দেশিত নির্যাতনের খবর পেয়েছি। আমাদের সুরক্ষা দল অপরাধীদের সনাক্ত করতে সক্ষম হয়েছিল এবং তাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। আমরা ক্রিকেটে কোনও ধরনের আপত্তিজনক আচরণ সহ্য করব না।'

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই দিন বৃষ্টিতে পরিত্যাক্ত হওয়ায় নিয়ম অনুযায়ী খেলা ৬ষ্ঠ দিনে গড়াবে। আপত্তিকর ঘটনা এড়াবে ফাইনালের শেষ দিন বাড়তি নিরাপত্তাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

এ প্রসঙ্গে তারা জানিয়েছে, 'বোঝা যাচ্ছে যে অপব্যবহারটিতে সাধারণ এবং বর্ণবাদী উভয় আচরণই ছিল। দুর্ব্যবহারের অভিযোগে দু'জনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিসি কিছু ভক্তদের দ্বারা সতর্ক হওয়ার পরে মাঠে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।'