ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

নতুন দায়িত্বে স্যামি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:35 বুধবার, 23 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করে বেড়াতেন ড্যারেন স্যামি। এবার তাকে দেখা যাবে নতুন এক ভূমিকায়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) স্বতন্ত্র সদস্যহীন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। স্যামি সহ মোট তিনজনকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

স্যামি সর্বশেষ ক্রিকেট খেলেছেন ২০২০ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএল) ফাইনালে। বর্তমানে তিনি কোচিং করাচ্ছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। পেশোয়ার জালমির প্রধান কোচের দায়িত্ব স্যামির কাঁধেই। এ ছাড়া ২০২১ সিপিএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সেন্ট লুসিয়া জুকসের ক্রিকেট পরামর্শক হিসেবে কাজ করার কথাও রয়েছে তার।

নতুন এই দায়িত্বে নিয়োগ পাওয়ায় বোর্ডের প্রতি কৃতজ্ঞ স্যামি। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলকে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মতো করে বোর্ড পরিচালক হিসেবেও সেরাটা দিতে প্রস্তুত তিনি। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেবার প্রত্যাশাও আগ্রহী তিনি।

স্যামি বলেন, 'সিডব্লিউআই পরিচালক পদে নিয়োগ দেওয়া সম্মানের বিষয়। মাঠের বাইরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে নতুনভাবে আমার সেরাটা দেওয়ার জন্য এটি আমার জন্য আরেকটি দুর্দান্ত সুযোগ। আমার সমস্ত স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা আমাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করতে প্রস্তুত করেছে। আমি যে খেলাধুলা এবং অঞ্চলটিকে এত বেশি ভালবাসি তাকে কিছু ফিরিয়ে দেওয়ার প্রত্যাশার জন্য আমি আগ্রহী এবং কৃতজ্ঞ।'

স্যামিকে স্বতন্ত্র সদস্যপদহীন পরিচালক হিসাবে নিয়োগ দিতে পারায় দারুণ আনন্দিত ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট। তার বিশ্বাস দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং তরুণ প্রজন্মের খেলোয়াড় হিসেবে স্যামি বোর্ডের চিন্তাধারায় নতুনত্ব ও আধুনিকতার সঞ্চার ঘটাবেন।

স্কেরিট বলেন, 'ড্যারেন স্যামিকে একজন স্বতন্ত্র, সদস্যপদহীন পরিচালক হিসাবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত, যার ভূমিকা হল নতুন ধারণা এবং সমাধানের গঠনে অবদান রাখার সময় সমস্ত সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা। ড্যারেনের সাম্প্রতিক অভিজ্ঞতা ও সে দু'বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক।'

'তার সাথে অনেকটা আধুনিক সময়ের ক্রিকেটারের দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন যা বোর্ডের আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণে মূল্যবান অন্তর্দৃষ্টি যুক্ত করে। তাঁর নিয়োগ সিডাব্লুআইয়ের শাসনব্যবস্থা জোরদার করার এবং সমস্ত স্টেকহোল্ডার গ্রুপ থেকে দক্ষতা কাজে লাগানোর প্রতিশ্রুতিবদ্ধতার প্রমাণ।'