promotional_ad

সুপার লিগে খেলা হচ্ছে না তামিমের

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবার (১৭ জুন) খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে জয়ও পেয়েছে দলটি। তবে শুনতে হয়েছে দুঃসংবাদও। সুপার লিগ পর্বের জন্য প্রাইম ব্যাংকের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান তামিম ইকবালকে পাবে না তারা।


ডান হাঁটুতে চোট পাওয়ায় ডিপিএলের পরবর্তী ম্যাচগুলো না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এই চোট নিয়েই অবশ্য গত কয়েকটি ম্যাচ খেলে গেছেন তিনি। আপাতত ডাক্তারের পরামর্শে দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন। 'ক্রিকফ্রেঞ্জি'কে খবরটি নিশ্চিত করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শিকদার আবুল হাসেম অংকন।


ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'ডান পায়ে ওর ব্যাথা লেগেছে। ব্যাথাটা আরো আগেই লেগেছিল আরো দুই-তিনটা ম্যাচ আগেই ওর পায়ে ব্যাথা লেগেছিল। আমরা অনুরোধ করেছিলাম সুপার লিগের জন্য খেলতে কিন্তু ডাক্তার নিষেধ করেছেন। প্রায় দুই সপ্তাহের জন্য ও বিশ্রামে থাকবে।'


promotional_ad

আগামী ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সফরের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে টেস্ট দিয়েই শুরু হওয়ার কথা বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ। সেই টেস্ট শুরুর সম্ভাব্য সময় ৭ জুলাই। তাই আর ঝুঁকি নিতে চাননা তামিম। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচ থেকে খেলতেই আশাবাদী তিনি।


এ প্রসঙ্গে গণমাধ্যমকে তামিম বলেন, 'আমার শেষ কয়েকটা ম্যাচ ধরে পায়ে ভীষণ ব্যাথা হচ্ছিলো। তো আমি বেশ স্ট্রাগল করছিলাম বিশেষ করে ফিল্ডিং করতে আর রানিং বিটুইন দ্যা উইকেটে। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। বিসিবি মেডিকেল স্টাফদের সঙ্গে কথা বলেছি, ওনারা পরামর্শ দিয়েছেন যে আমার এই মুহুর্তে না খেলাই ভালো হবে। আর আমার এখন পর্যাপ্ত বিশ্রাম দরকার আর রিহ্যাব করা দরকার।'


তিনি আরো বলেন, 'জিম্বাবুয়ে সিরিজ আছে, ইন্টারন্যাশনাল ম্যাচ আছে ওগুলোই গুরুত্বপূর্ণ বেশি। এখন যে অবস্থা এটা থেকে বেশ ভালো হতে হবে ইন্টারন্যানাল ম্যাচগুলো খেলার জন্য। তো আমি আশা করি ঠিক সময়েই আমরা জিম্বাবুয়েতে থাকব, প্রথম টেস্টের আগে আমি সুস্থ হয়ে যাব। এখন ওটা করার জন্য আমার যা যা করা দরকাল, মেডিকেল টিম আমাকে যে পরামর্শ দেবে আমি এটাই মেনে চলার চেষ্টা করছি।'


এবারের লিগে তামিমের সেই বিদ্ধংসী চেহারা দেখা যায়নি। ১১ ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন কেবল ১টি। তারপরও গ্রুপ পর্বের শেষ দিনে টুর্নামেন্টের রান সংগ্রাহকদের তালিকায় তামিম আছেন তিন নম্বরে। ১১ ম্যাচ খেলে তিনি ৩০৬ রান করেছেন ২৭.৮১ গড় ও ১১৩.৭৫ স্ট্রাইক-রেটে।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball