ঢাকা প্রিমিয়ার লিগ

মাঠে ফেরার আগে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের অপেক্ষায় সাকিব

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:53 বুধবার, 16 জুন, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি এবং আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। সেই সঙ্গে এই অলরাউন্ডারকে ৫ লক্ষ টাকা জরিমানাও করেছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম)।

ফলে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব খেলতে পারেননি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ব্রাদার্স ইউনিয়িন এবং ওল্ড ডিওএইচএসের বিপক্ষে। তবে সবকিছু ঠিক থাকলে নিষেধাজ্ঞা কাটিয়ে বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে ফিরছেন তিনি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি।

এদিকে নিষেধাজ্ঞাকালীন ব্যক্তিগত কারণে জৈব সুরক্ষা বলয় ছেঁড়ে বের হয়েছিলেন সাকিব। যদিও রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মাঠে ফেরার আগে আবারও বলয়ে প্রবেশ করবেন তিনি। ইতোমধ্যে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভও এসেছেন সাকিব। ক্রিকফ্রেজিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুর।

মঞ্জুর বলেন, 'সাকিব জৈব সুরক্ষা বলয় থেকে বাইরে গিয়েছিলেন। তবে আবারও মাঠে ফেরার আগে বলয়ে তিনি প্রবেশ করবেন। ইতোমধ্যে দুইবার করোনা পরীক্ষা করা হয়েছে তার। দুইবারই ফলাফল নেগেটিভ এসেছে। এখন তিনি বলয়ে প্রবেশ করতে পারেবন'।

গত শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে তিন দফায় বিতর্কিত ঘটনার জন্ম দেন সাকিব। মুশফিককে আউট না দেয়ায় প্রথমবার লাথি মারেন স্টাম্পে। বৃষ্টির কারণে খেলা বন্ধ করায় স্টাম্প তুলে আছাড় মারেন।

এরপর মাঠ ছেঁড়ে উঠে আসার সময় আবাহনীর ড্রেসিং রুম বা গ্যালারির দিকে দৃষ্টিকটু ইঙ্গিত করেন তিনি। এমনকি কথা কাটাকাটি হয় খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও। এরপর অবশ্য ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েও মুক্তি পাননি সাকিব। শাস্তি হিসেবে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় তাকে।