অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

বিসিবি চাইছে দুই ভেন্যু, অস্ট্রেলিয়া চায় এক ভেন্যু

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:10 বৃহস্পতিবার, 10 জুন, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আগস্টে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সফরকে সামনে রেখে ইতোমধ্যে প্রাথমিক দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যতদূর জানা গিয়েছে, সিরিজে অংশ নিতে জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশে পা দিবে অজিরা।

সিরিজের সম্ভাব্য দিনক্ষণ হতে পারে ১ থেকে ১০ আগস্টের ভেতর। যদিও সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ইতোমধ্যে ভেন্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মধ্যে আলোচনা চলছে।

বিসিবি চাইছে দুই ভেন্যুতে ম্যাচ আয়োজন করতে। সেই হিসেবে মিরপুরের সঙ্গে খেলা হতে পারে চট্টগ্রামে। কিন্তু অজিদের চাওয়া শুধু এক ভেন্যুতেই হোক পুরো টি-টোয়েন্টি সিরিজ। যদিও এখন পর্যন্ত সবকিছু আলোচনার পর্যায়ে রয়েছে। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে এই তথ্য দিয়েছেন। এছাড়া সব কিছু ঠিক থাকলে ২৮ অথবা ২৯ তারিখ বাংলাদেশে পা দেবে অজি ক্রিকেটাররা।

দেবাশীষ বলেন, 'আমরা চাইছি দুটি ভেন্যুতে সিরিজ আয়োজন করতে। কিন্তু অস্ট্রেলিয়া চাইছে একটা ভেন্যুতে হোক, সেটা নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছে।'

'কারণ টানা খেলা হলে তো পিচেরও সমস্যা হয়। এজন্য দুটা ভেন্যু দেয়া ছিল। ওরা চাইছে এক ভেন্যুতে খেলেই দেশে ফিরতে। সবকিছু এখনও আলোচনার পর্যায়ে রয়েছে' আরও যোগ করেন তিনি।

এদিকে বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল নিয়ে নাও আসতে পারে অস্ট্রেলিয়া। দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম এমনটাই ইঙ্গিত দিয়েছে। যার মধ্যে আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার বা গ্লেন ম্যাক্সওয়েলদের নামও। 

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক দল:

অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ময়জেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাক ডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি আর্কি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।