ডিপিএল ২০২১

ফর্মে ফিরতে ম্যাচের আগে একক অনুশীলনে সাকিব

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:34 বৃহস্পতিবার, 10 জুন, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ব্যাটিং ফর্ম ফেরাতে যেন মরিয়া সাকিব আল হাসান। তাই বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচ শুরুর আগেও তিনি ব্যস্ত ছিলেন একক অনুশীলনে। মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে টানা ২৫ মিনিট ব্যাটিং করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার সকালে খেলা চলছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং ওল্ড ডিওএইচএস। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০ ওভারের সময় মাঠে আসে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে এখানেই রূপগঞ্জের মুখোমুখি হবে দলটি।

গাজী গ্রুপের ইনিংস চলাকালীন দেখা যায় ব্যাট হাতে ইনডোরের দিকে যাচ্ছেন সাকিব। তখন সময় সকাল ১১টা বেজে ৪০মিনিট প্রায়। ১১টা ৪৫মিনিটে ইনডোরে প্রবেশ করেন তিনি। এরপর টানা ব্যাটিং করে যান। সেখান থেকে বের হন ১২টা ২০মিনিটে।

ম্যাচের আগে সাকিবের এই একক অনুশীলনই ধারণা দিচ্ছে ব্যাটিংয়ে ফর্ম ফেরাতে কতটা মরিয়া হয়ে আছেন। কারণ চলতি ঢাকা প্রিমিয়ার লিগে এখনও হাসেনি তার ব্যাট। দেখা পাননি বড় ইনিংসের। ৫ ম্যাচে সর্বোচ্চ স্কোর ২৯। যার মধ্যে একটিতে শূন্যও রয়েছে।

পাঁচ ম্যাচের তিনটিতে দুই অঙ্কের ঘরে গেলেও বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন সাকিব। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিন ম্যাচেও ব্যাট হাতে কিছু করতে পারেননি তিনি। এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপও হতাশাময় কেটেছে তাঁর। ৯ ম্যাচে করেছেন ১১০ রান।

ঘরোয়া ক্রিকেটে রান না পেলেও চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন সাকিব। দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন ৫১ এবং প্রথমে ম্যাচে করেছিলেন ৪৩। সেই সিরিজে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৬৮। তবে শ্রীলঙ্কার সঙ্গে ঘরের মাঠে ছিলেন ব্যর্থ।