সিপিএল

সিপিএলে সাকিবকে ঘিরে অনিশ্চয়তা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:57 রবিবার, 30 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের জন্য সাকিব আল হাসানকে দলে নিয়েছে জামাইকা তালাওয়াস। টুর্নামেন্টটির নতুন মৌসুম শুরু হবে আগামী ২৮ আগস্ট থেকে। তবে এই আসরে বাংলাদেশী অলরাউন্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

সিপিএল শুরুর সম্ভাব্য সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত সময় পার করবে। সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলবে তারা।

এ কারণে জনপ্রিয় ক্রিকেটওয়েবসাইট 'ক্রিকবাজ' ধারণা করছে, সিপিএল খেলার জন্য অনাপত্তিপত্র নাও পেতে পারেন সাকিব। কেননা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে চায় বাংলাদেশ।

যদিও সাকিবকে সিপিএল খেলার এনওসি দেয়া হবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত নেয়নি বোর্ড। জনপ্রিয় এই ক্রিকেট ওয়েবসাইটকে এমনটাই জানিয়েছেন বিসিসির গেম ডেভোলপমেন্ট প্রধান আকরাম খান।

তিনি বলেন, 'আমরা এটা (সিপিলের জন্য এনওসি) নিয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করি নি। সময় এলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। আমরা অবশ্যই আমাদের পুরো শক্তি দল নিয়ে তাদের বিপক্ষে খেলতে চাই।'

আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর একই ফরম্যাট খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল, তারপর সেপ্টেম্বরে শেষ দিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে ইংলিশরা।

সাকিব এর আগে ২০১৬ এবং ১৭ সালে জামাইকার হয়ে সিপিএলে মাঠ মাতিয়েছিলেন। ২০১৬ মৌসুমে দলটিকে করেছিলেন চ্যাম্পিয়নও। সেবার জ্যামাইকার হয়ে ১৩ ম্যাচ খেলেছিলেন অন্যতম সেরা এই অলরাউন্ডার।