কোচ ইস্যু

ডমিঙ্গোর সঙ্গে চুক্তি নবায়ন করছে বিসিবি

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:17 রবিবার, 23 মে, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

২০১৯ সালের আগস্টে রাসেল ডমিঙ্গোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি অনুযায়ী ২ বছরের জন্য তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের নিয়ে কাজ করার কথা ছিল তাঁর। এবার নতুন খবর হচ্ছে, এই প্রধাণ কোচের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বিসিবি।

গণমাধ্যমে আলাপকালে এমনটাই ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত করোনাকালের এই পরিস্থিতিতে আপাতত বিকল্প কাউকে নিয়ে ভাবতে চাইছে না বোর্ড। সেই হিসেবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের প্রধান কোচ থাকতে পারেন ডমিঙ্গো।

২০১৯ সালের ২১ আগস্ট বাংলাদেশের কোচ হিসেবে আনুষ্ঠানিক যাত্র শুরু করেন ডমিঙ্গো। দুই বছরের চুক্তিতে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনেই খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে বিশ্বকাপের সেই আসরটি পিছিয়ে যায়।

এবার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে। তাই বোর্ড চাইছে না নতুন কাউকে এই দায়িত্ব দিতে। সেই হিসেবে বিকল্প না থাকায় ডমিঙ্গোর সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বোর্ড। ডমিঙ্গোর পাশাপাশি ব্যাটিং কোচ জন লুইসও থাকছেন বিশ্বকাপ পর্যন্ত।

নাজমুল হাসান বলেন, 'এখানে ২-৩টা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে চুক্তি নবায়ন করব কি করব না। এটা একটা ইস্যু। দ্বিতীয়টা হচ্ছে যদি আমরা নবায়ন না করি তাহলে বিকল্প একটা থাকতে হবে। থাকতে হবে তো? এই করোনাকালে এবং বিশ্বকাপের আগে এমন কোন কিছু আমাদের মাথায় নেই। এটাই বাস্তবতা।'

ব্যাটিং কোচ প্রসঙ্গে বোর্ড প্রেসিডেন্ট বলেন, 'এখন পর্যন্ত মাত্র আমরা জড়িত হতে শুরু করেছি। আমরা বলতে ক্রিকেট বোর্ড সরাসরি একটু জানার চেষ্টা করছে।  কি হচ্ছে কেন হচ্ছে। সমস্যা হচ্ছে আজকে হার জিত নিয়ে বড় কথা না। আজকে আমাদের ব্যাটিংটা দেখুন। ওরা কয়টা ভালো বল, দারুণ ফিল্ডিং করে আমাদের উইকেট নিয়েছে?'

'শট সিলেকশনগুলো কি ঠিক ছিলো? এখানে যত ভালো কোচই আনেন লাভ নেই তো। এখানে কোচের কথাটা পরে। আগে আমাদের প্লেয়ারদের নিয়ে বসতে হবে ওদের চিন্তা ধারাটা কি। এখানে কয়েকটা আউট খুবই বিচ্ছিরি ছিলো। কোনো কারণই নেই এসব শট খেলার এই সময়টায়।'