ক্রিকফ্রেঞ্জি লাইভ

কাঁদা ছোঁড়াছুঁড়ি পছন্দ নয় মাহমুদউল্লাহর

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 23:22 শনিবার, 15 মে, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

করোনার থাবায় বিশ্ব ক্রিকেট স্থবির হওয়ার আগে গেল বছর মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। এর আগে পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টেও ছিলেন ব্যর্থ। করেছিলেন ২৫ ও শূন্য। দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক বলের মুখোমুখি হয়ে আউট হয়েছিলেন দৃষ্টিকটু এক শটে।

২০২০ সালে সর্বশেষ টেস্ট খেলা মাহমুদউল্লাহ'র সবশেষ ৮ ইনিংসে নেই কোনো ফিফটি। বাদ পড়েছেন লাল বলের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকেও। এমনকি প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তাকে টেস্ট খেলা নিয়ে সিদ্ধান্ত বিবেচনাও করতে করতে বলেছিলেন।

এসবের পরও সম্প্রতি গুঞ্জন উঠেছিল, প্রায় দেড় বছর পর টেস্টে ফিরছেন মাহমুদউল্লাহ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাওয়া সাকিব আল হাসানের জায়গায় তার মতো অভিজ্ঞ কাউকেই চাইছে টিম ম্যানেজম্যান্ট। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত লঙ্কাদ্বীপে যাওয়া হয়নি তাঁর।

এতো সব আলোচনা-সমালোচনার পর এবার মাহমুদউল্লাহ নিজেই জানালেন টেস্ট নিয়ে তার ভাবনা। জানিয়েছেন, টেস্টে ফিরতে সবসময়ই প্রস্তুত। তবে কিভাবে ফিরবেন সেটা তিনি এখনই বলতে পারছেন না। যদিও ইতোমধ্যে ডানাহাতি ব্যাটসম্যানের টেস্ট ইস্যুতে অনেক আলোচনা হয়েছে।

অনেকে অনেক কথাই বলেছে। কিন্তু মাহমুদউল্লাহ কাঁদা ছোঁড়াছুঁড়ি পছন্দ করেন না। ক্রিকফ্রেঞ্জির লাইভে তিনি বলেন, 'আমি সবসময় প্রস্তুত, সব কিছুর জন্য প্রস্তুত। কিভাবে ফিরব তা তো নিশ্চিতভাবে বলা মুশকিল। আমার নিজের প্রস্তুতিটা আমার কাছে। আমি কখনও কাঁদা ছোঁড়াছুঁড়ি পছন্দ করি না।'

'কাউকে দোষও দিতে চাইছি না। হয়তো আমারও কিছু ভুল ছিল, কয়েকটা ইনিংসে আশানুরূপ পারফর্ম করতে পারিনি। হয়তো এটাই বাদ পড়ার কারণ। কিন্তু যেভাবে ব্যাটিং করছিলাম হয়তো আমি ভালো করতে পারতাম। আমি এখনও আশাবাদী, সুযোগ পেলে নিজেকে আবারও প্রমাণ করব' আরও যোগ করেন তিনি।

টেস্ট দলের বাইরে থাকলেও মাহমুদউল্লাহ বিশ্বাস করেন এখনও তিন ফরম্যাটেই খেলার সামর্থ্য রাখেন তিনি। কারণ তার মানিয়ে নেয়ার ক্ষমতা বেশ ভালো। আপাতত তিনি অপেক্ষায় আছেন কিভাবে আবারও এই ফরম্যাটে সুযোগ আসে সেটারই।

মাহমুদউল্লাহর ভাষ্যমতে, 'না, আমি সবসময়ই বিশ্বাস করি আমার খেলার ধরন তিনটা ফরম্যাটের সঙ্গেই যায়। আমার মানিয়ে নেয়ার ক্ষমতা ভালো। এটা ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। টেস্ট খেলার পরপরই যখন টি-টোয়েন্টি খেলি আমার আত্মবিশ্বাস থাকে প্রথম বলেই ছক্কা হাঁকানোর।'

'এই মানিয়ে নেয়ার মানসিকতা আমার মধ্যে আছে। এটা বিশ্বাস করি, যেটা আগেই বললাম প্রতিটা ম্যাচই নিজেকে প্রমাণ করার মঞ্চ। সবার জন্য এটা... আমার হোক বা অন্য কেউ হোক সমান। আমি অপেক্ষা করব, দেখি এটা কিভাবে আসে' আরও যোগ করেন এই ক্রিকেটার।