ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগ আর ফিরবে না, অ্যামব্রোসের শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:10 বুধবার, 12 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস। তাঁর মতে, বর্তমান ক্যারিবিয়ান ক্রিকেটাররা এখন জানেনই না এই দ্বীপপুঞ্জের মানুষদের কাছে ক্রিকেটের আবেদন কি।

অ্যামব্রোস শঙ্কা প্রকাশ করে বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণযুগের ক্রিকেট গৌরব হয়তো আর কখনোই ফিরে আসবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ক্যারিবীয় কিংবদন্তির কথায় উঠে এসেছে ক্যারিবীয় ক্রিকেটের একাল-সেকাল।

তিনি বলেন, 'এখন আমরা যে সব তরুণকে দেখছি দেশের হয়ে খেলছে, তারা জানেই না ওয়েস্ট ইন্ডিজের মানুষের কাছে ক্রিকেটের জায়গা কোথায়। নিজেদের দেশে তো বটেই, বিদেশে বসবাসকারী ক্যারিবিয়ানদের কথাও উঠে এসেছে তাঁর বক্তব্যে। বলেছেন, দেশে এং বিদেশে ওয়েস্ট ইন্ডিজের মানুষদের একসূত্রে গেঁথে রাখার মাধ্যম ক্রিকেট। আমি জানি না, বর্তমান প্রজন্ম কতটা সে সম্পর্কে ওয়াকিবহাল।'

ক্রিকেটের প্রথম দুই বিশ্বকাপই ঘরে তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও ১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের স্বাদ পায় ভারত। এরপরও বিশ্ব ক্রিকেট শাসন করেছে ক্যারিবীয়রা। 

ব্যাট হাতে যেমন ভিভ রিচার্ডস, ডেসমন্ড হেইন্স, রিচি রিচার্ডসন, ব্রায়ান লারারা নিজেদের জাত চিনিয়েছেন, তেমনি অ্যামব্রোস, কোর্টলি ওয়ালসরা সেই সময়ের সেরা ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন।

ওয়েস্ট ইন্ডিজের সেই আগ্রাসী ক্রিকেট আর নেই এখন। ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিল ক্যারিবীয়রা। ১৯৭৯ বিশ্বকাপের পর আর ওয়ানডে বিশ্বকাপ জেতা হয়নি তাদের।যদিও দুই-তিনজন ক্রিকেটারের মধ্যে দক্ষতা দেখছেন অ্যামব্রোস।

তিনি বলেন, 'আমি বর্তমান প্রজন্মের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছি না। এখনকার দলে দু-তিন জন আছে, যারা সত্যিই দক্ষ। সেরা হয়ে উঠতে পারে। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে। সেই স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজকে আর আমরা কখনোই হয়তো আর দেখতে পাব না।'

অবশ্য অ্যামব্রোস স্বীকার করে নিয়েছেন এই মুহূর্তে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ভালো মানের প্রতিভাধর ক্রিকেটার খুঁজে পাওয়াই কঠিন হয়ে গেছে। তাই এখন আর ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, মাইকেল হোল্ডিংদের মতো কোনো ক্রিকেটারই খুঁজে পাওয়া যাবে না।

অ্যামব্রোস বলেন, 'আর একটা ভিভ রিচার্ডস, ডেসমন্ড হেইন্স, গর্ডন গ্রিনিজ, ব্রায়ান লারা, রিচি রিচার্ডসন পাওয়া যাবে না। অথবা নতুন কোনো ম্যালকম মার্শাল, কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ, মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস পাওয়া কঠিন। অথবা একটা ক্লাইভ লয়েড। না পাওয়ার তালিকা বড় হতেই থাকবে। এরকম অনন্য প্রতিভাধর ক্রিকেটার খুঁজে পাওয়া ভীষণ কঠিন।'