বাংলাদেশ-শ্রীলঙ্কা

আমরা শ্রীলঙ্কায় অংশগ্রহণ করতে আসিনি: মুমিনুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:44 মঙ্গলবার, 20 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাকালের লম্বা বিরতি কাটিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু সেই সিরিজে সফরকারীদের কাছে হোয়াইটওয়াশ হয় মুমিনুল হকের দল। এরপর টাইগাররা উড়াল দেয় নিউজিল্যান্ডে। কিন্তু সেখানেও গল্পটা একই।

বাজে ফিল্ডিংয়ের সঙ্গে বোলিং-ব্যাটিংয়েও ব্যর্থ বাংলাদেশ। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরে মুমিনুল হকের দল উড়াল দেয় শ্রীলঙ্কার উদ্দেশ্যে। সেখানে ২টি টেস্ট ম্যাচ লঙ্কানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ এটি। এখনও কোনো পয়েন্ট না নিয়ে টেবিলের তলানীতে অবস্থান বাংলাদেশের। এমন অবস্থায় টেস্ট দলপতি মুমিনুল হক জানালেন, তারা শ্রীলঙ্কায় অংশগ্রহণ করতে আসেননি।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো, তাই ইতিবাচক কিছুরই আশা করছেন টেস্ট অধিনায়ক। পেছনের সব ফেলে এই সিরিজ দিয়েই সামনে আগাতে চায় দল। তাই জয়ের আশা নিয়েই মাঠে নামবে টাইগাররা।

সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'আশার তো কোনো শেষ নাই, আশা তো সবসময়ই থাকতে হবে। আমরা তো এখানে অংশগ্রহণ করতে আসিনি, আপনি যদি এটার জন্য আসেন আমার কাছে মনে হয় তাহলে না খেলাই ভালো।' 

'আপনি যেখানেই যান যতই খারাপ পরিস্থিতির মধ্যে পরেন বা যতই খারাপ খেলেন না কেন, পরবর্তীতে চেষ্টা করবেন আর জেতার জন্য ওই আশাটা থাকতে হবে। ওই স্পৃহাটা থাকতে হবে। আর ওইটাকে নিয়েই আমরা মাঠে নামব' আরও যোগ করেন তিনি।

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি। এরপর ২৯ এপ্রিল একই ভেন্যুতে হবে দ্বিতীয় টেস্ট। দুটি টেস্টই হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।