আইপিএল

৭ নম্বরে নেমে অধিনায়কত্ব হয় না, ধোনিকে গম্ভীর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:12 শুক্রবার, 16 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ নম্বরে ব্যাট করেছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস অধিনায়কের লোয়ার অর্ডারের ব্যাটিংয়ের সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।

তিনি মনে করেন ৭ নম্বরে নেমে অধিনায়কত্ব করা যায় না। একজন অধিনায়কের দায়িত্ব থাকে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার। সেখানে ধোনি ৭ নম্বরে ব্যাটিং করছেন এটা মেনে নিতে পারছেন না গম্ভীর। তিনি চেন্নাই দলপতিকে চার বা পাঁচ নম্বরে ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন।

গম্ভীর বলেছেন, ‘একজন অধিনায়কের দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন। সাতে ব্যাট করে দলকে নেতৃত্ব দেওয়া যায় না। ধোনির উপরের দিকে ব্যাট করা উচিত। কেননা একজন অধিনায়কের সামনে থেকেই দলকে নেতৃত্ব দেওয়া উচিত।'

শুধু ধোনির ব্যাটিং অর্ডারই নয় চেন্নাইয়ের বোলিং আক্রমণ নিয়েও সমালোচনা করেছেন কলকাতা নাইট রাইডার্সের দুইবারের শিরোপা জয়ী অধিনায়ক গম্ভীর। তিনি মনে করেন চেন্নাইয়ের বোলিং আক্রমণে কিছু সমস্যা রয়েছে। সামনের ম্যাচগুলোতে তা কাটিয়ে ওঠা উচিত তাদের।

এ প্রসঙ্গে গম্ভীর বলেন, 'চেন্নাইয়ের বোলিং লাইন আপে কিছু সমস্যা রয়েছে। পাশাপাশি চার-পাঁচ বছর আগের ধোনিও আর নেই, যে এসেই বোলারদের মারতে শুরু করে দিত। আমার মনে হয়, ওর চার বা পাঁচে ব্যাট করতে আসা উচিত। তার নীচে নয়।’

দিল্লির বিপক্ষে প্রথম ম্যাচে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে চেন্নাই। এই ম্যাচে ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। ২ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফিরেছিলেন তিনি। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ধোনিদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।