আইপিএল

কলকাতার ইতিবাচক পরিকল্পনা নিয়ে শেবাগের ঠাট্টা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:18 বুধবার, 14 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০ রানের ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কলকাতার অধিনায়ক দীনেশ ও আন্দ্রে রাসেলের ব্যাটিংয়ের ধরন পছন্দ হয়নি বীরেন্দর শেবাগের।

এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা। ব্যাটিংয়ে নেমে রাসেলের আগুনে বোলিংয়ে ১৫২ রানে অল আউট হয় মুম্বাই। জবাবে দারুণ শুরু করেছিলেন কলকাতার দুই ওপেনার শুভমান গিল এবং নীতিশ রানা।

এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেছিলেন ৭২ রান। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচটি তাদের হারতে হয়। রানার ৫৭ আর গিলের ৩৩ রান ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌছাতে পারেননি। মরগান ৭ বলে ৭ রান করে আউট হয়েছেন।

সাকিব ফিরেছেন ৯ বলে ৯ রান করে। আর রাসেলের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ৯ রানের ইনিংস। শেবাগের দাবি কার্তিক এবং শেবাগের পরিকল্পনাহীন ব্যাটিংয়ের কারণেই হেরেছে কলকাতা। 

এমন ব্যাটিংয়ের পর মরগানদের সমালোচনা করে শেবাগ বলেছেন, '৬ ওভারে আপনার ৩৬ রান দরকার। ৬-৭ উইকেট আপনার হাতে আছে। আপনি চাইবেন এমন ম্যাচ যত দ্রুত সম্ভব শেষ করে আসতে। দ্রুত শেষ করা তো দূরে থাক তারা উল্টো ম্যাচ হেরে এসেছে। আমি জানি না এই ম্যাচের পর মরগান হারের কি কারণ দেখাবে। সেকি বলবে আমরা এভাবেই খেলবো, এভাবেই হারবো।'

কার্তিক-রাসেলদের উচিত ছিল ম্যাচ শেষ করে আসা। ম্যাচ জিতিয়ে আসার পরিকল্পনা থাকলেও তারা ব্যর্থ হয়েছেন বলে মনে করেন শেবাগ। সাকিব আল হাসান, শুভমান গিলদের ইতিবাচক ব্যাটিংয়ের পরিকল্পনা থাকলেও তাদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন শেবাগ।

তিনি বলেছেন, 'প্রথম ম্যাচের পর ইয়ন মরগান বলেছিল তারা ইতিবাচক পরিকল্পনা নিয়ে খেলবে ধারাবাহিকভাবে। কিন্তু দীনেশ কার্তিক এবং আন্দ্রে রাসেলের ব্যাটিং দেখে সেটা মনে হয়নি। রাসেল এবং কার্তিক যেভাবে ব্যাট করেছে তাদের পরিকল্পনা থাকা উচিত ছিল শেষ পর্যন্ত থাকা এবং ম্যাচ জিতে আসা। কিন্তু সেটা হয়নি। এর আগে যারা ব্যাট করতে এসেছে, সাকিব আল হাসান, ইয়ন মরগান, শুভমান গিল অথবা নিতীশ রানা। তাদের প্রত্যেকেই ইতিবাচক পরিকল্পনা নিয়ে খেলেছে। তবে ম্যাচতো জিততে পারেনি'