জাতীয় ক্রিকেট লিগ

মুগ্ধর ১২ উইকেটে জয়ের দ্বারপ্রান্তে রংপুর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:43 বুধবার, 31 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ৪টি দল। রংপুরের ক্রিকেট গার্ডনে খুলনা বিভাগের বিপক্ষে খেলছে রংপুর বিভাগ। আর কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ঢাকা বিভাগকে মোকাবেলা করছে সিলেট বিভাগ। দ্বিতীয় রাউন্ডের খেলার তৃতীয় দিন শেষ হয়েছে আজ।

সিলেট বিভাগ বনাম ঢাকা বিভাগ

দ্বিতীয় দিনশেষে ৬ উইকেট হারিয়ে সিলেটের চেয়ে ১৩১ রানে পিছিয়ে ছিল ঢাকা বিভাগ। তবে তৃতীয় দিনে সিলেট বিভাগকে ছাড়িয়ে যেতে পারেনি ঢাকা। রাহাতুল ফেরদৌসের বোলিং তোপে তাঁরা গুটিয়ে যায় ২৮০ তে। সিলেটের ২৫ বছর বয়সী এই বোলার একাই নিয়েছেন ৭ উইকেট।

ঢাকার হয়ে ব্যাট হাতে একাই লড়েছেন শুভাগত হোম। আগের দিন ৮৯ রানে অপরাজিত থাকা এই অলরাউন্ডার তৃতীয় দিনে এসে নিজের সেঞ্চুরি তুলে নিলেও দলের অন্য সতীর্থদের কাছ থেকে তেমন সহায়তা পাননি। ২ ছয় আর ১৩ চারে ১১৪ রান করে শুভাগতকেও সাজঘরে ফেরান রাহাতুল।

৯০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরু করে সিলেট বিভাগ। তবে আসাদুল্লাহ আল গালিব বাদে কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। এই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি পূর্ণ করে এখনো অপরাজিত আছেন। তৃতীয় দিনশেষে ৬ উইকেট হারিয়ে ২৭৩ রানের লিড পেয়েছে সিলেট। ঢাকার হয়ে জোড়া উইকেট শিকার করেছেন শুভাগত এবং সাইফ।

খুলনা বিভাগ বনাম রংপুর বিভাগ

১৩৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শুরু করে খুলনা বিভাগ। প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করা মুকিদুল ইসলাম মুগ্ধ দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৩১ রানের বিনিময়ে তাঁর শিকার ১২ উইকেট। এই পেসারের বোলিং তোপে খুলনার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৯-এ।

ফলে ম্যাচ জিততে রংপুরের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১১৭ তে। খুলনার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৮৯ রান করেছেন ওপেনার অমিত মজুমদার। মুগ্ধর ৬ উইকেট বাদে জোড়া উইকেট শিকার করেছেন মাহামুদুল হাসান। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উইকেট না হারিয়ে তৃতীয় দিনের সমাপ্তি টেনেছেন রংপুর বিভাগ। ম্যাচ জিততে শেষদিনে তাদের দরকার ১০১ রান।

সংক্ষিপ্ত স্কোরকার্ড (তৃতীয় দিনশেষে)

প্রথম ম্যাচ

সিলেট বিভাগ: ৩৭০/১০ (জাকির ১৫৯; শুভাগত ৪/৮৬) এবং ১৮৩/৬ (গালিব ৭৪*; শুভাগত ২/৩৯)

ঢাকা বিভাগ: ২৮০/১০ (শুভাগত ১১৪; রাহাতুল ৭/৭৫)

দ্বিতীয় ম্যাচ

খুলনা বিভাগ: ২২১/১০ (তুষার ১১৬; মুগ্ধ ৬/৬৪) এবং ২৫৯/১০ (অমিত ৮৯; মুগ্ধ ৬/৬৭)

রংপুর বিভাগ: ৩৬৪/১০ (আরিফুল ৯৭, নাসির ৬৬; টুটুল ৪/৭৮) এবং ১৬/০