এনসিএল

শহিদুলের সেঞ্চুরি, রাজশাহীতে বোলারদের দাপট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:39 বুধবার, 24 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় দিনশেষে দ্বিতীয় স্তরের দুই ম্যাচেই ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে। বরিশাল বিভাগের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে ঢাকা মেট্রো। আর অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলছে রাজশাহী বিভাগ আর চট্টগ্রাম বিভাগের মধ্যে।

বরিশাল বিভাগ বনাম ঢাকা মেট্রো:

প্রথম ম্যাচে বরিশালকে রানের পাহাড়ে চাপা দিয়েছে ঢাকা মেট্রো। দ্বিতীয় দিনে মার্শাল আইয়ুবের সেঞ্চুরির পর তৃতীয় দিনে চমক দেখিয়েছেন পেসার শহিদুল ইসলাম। ১৫০ বলের ১০৬ রানের এক চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন তিনি। এই দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংস শেষে স্কোরবোর্ডে ৪১৩ রান জমা করেছে মেট্রো।

প্রথম ইনিংসে ২৪১ করা বরিশাল ১৭১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দলীয় ১৭৭ রানেই ৭ উইকেট হারিয়েছে। বরিশালের হয়ে একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মইনুল ইসলাম। শতক করা শহিদুল বল হাতে নিয়েছেন ২ উইকেট। তৃতীয় দিনশেষে ইনিংস ব্যবধানে পরাজয় এড়িয়েছে বরিশাল। ৫ রানে এগিয়ে থেকে তারা আগামীকাল শুরু করবে শেষ দিনের খেলা।

রাজশাহী বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ:

দ্বিতীয় স্তরের অন্য খেলায় জয়ের জন্য রাজশাহীর প্রয়োজন ১৩৬ রান। অন্যদিকে চট্টগ্রামের দরকার ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে রাজশাহী। তৃতীয় দিনে সেই রান থেমেছে ১৪৭ এ। রাজশাহীর বোলারদের দাপটে এদিন দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম। তাদের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন রেজা, তাইজুল ইসলাম এবং তৌহিদ হৃদয়।

২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে জুনায়েদ সিদ্দিকী বাদে থিতু হতে পারেননি কেউ। তৃতীয় দিন শেষে ফরহাদ রেজাকে নিয়ে ৫১ রানে অপরাজিত আছেন জুনায়েদ। হাতে আছে পাঁচ উইকেট। ম্যাচের শেষ দিনে জয়ের বন্দরে পৌঁছাতে আরও ১৩৬ রান দরকার দলটির। চট্টগ্রামের হয়ে বল হাতে ২ উইকেট নিয়েছেন ইরফান।

সংক্ষিপ্ত স্কোরকার্ড (তৃতীয় দিন শেষে)

প্রথম ম্যাচ:

বরিশাল বিভাগ (প্রথম ইনিংস): ২৪১/১০ (৭৬ ওভার) (আশরাফুল ৪৮, সায়েম ৪৬; আবু হায়দার রনি ৩/৩৪, রাকিবুল ৩/৭৬)

ঢাকা মেট্রো (প্রথম ইনিংস): ৪১৩/১০ (১২৯.২ ওভার) (মার্শাল আইয়ুব ১১২, শহিদুল ১০৬; মনির ২/৮০, কামরুল ২/৪৯)

বরিশাল বিভাগ (দ্বিতীয় ইনিংস): ১৭৭/৭ (৫৮ ওভার) (মইনুল ৬৩; শহিদুল ২/৩৪)

দ্বিতীয় ম্যাচ:

চট্টগ্রাম বিভাগ (প্রথম ইনিংস): ২৮৭/১০ (১০১.২ ওভার) (দিপু ১০৮, ইয়াসির ৬৩; রেজা ৪/৪৪)

রাজশাহী বিভাগ (প্রথম ইনিংস): ১৫২/১০ (৪৪.৩ ওভার) (রেজা ২৭; নোমান ৪/৪৭)

চট্টগ্রাম বিভাগ (দ্বিতীয় ইনিংস): ১৪৭/১০ (৫০.৫ ওভার) (ইরফান শুক্কুর ৬৫; রেজা ৩/১৮)

রাজশাহী বিভাগ (দ্বিতীয় ইনিংস): ১৪৭/৫ (৫৩ ওভার) (জুনায়েদ সিদ্দিকি ৫১*; ইরফান ২/৩৫)