promotional_ad

সাকিবের চিঠি পড়েই দেখেননি আকরাম!

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান।


এর আগে এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটি চিঠি দিয়েছিলেন সাকিব। যদিও এই অলরাউন্ডারের দাবি তাঁর চিঠি ভালোভাবে পড়েই দেখেননি বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।


promotional_ad

সাকিবের ছুটির বিষয়টি প্রথমে সংবাদমাধ্যমের প্রকাশ্যে এনেছিলেন, আকরামই। এরপর থেকেই ক্রিকেটারদের ছুটি নিয়ে নড়েচড়ে বসে বিসিবি। এরপর টেস্টে সাকিবের অনাগ্রহের কথাও সামনে চলে আসে।


যদিও সাকিব জানিয়েছেন, চিঠির কোথাও টেস্ট খেলতে চান না তিনি এমন কথা লিখেননি। আইপিএলে খেলতে টেস্ট ছাড়া অন্য কোনো ফরম্যাটের সিরিজ থাকলেও সেটা থেকে নিজেকে সরিয়ে নিতেন সাকিব। 


মূলত বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এই কথাটি স্পষ্টভাবেই চিঠিতে লিখেছিলেন বলে জানালেন এই অলরাউন্ডার।


সাকিব এ প্রসঙ্গে বলেছেন, 'বারবার কথা হচ্ছে এই টেস্ট নিয়ে। আমি যখন বিসিবিকে চিঠিটা দিয়েছি… যারাই বলছে আমি টেস্ট খেলতে চাই না বা খেলবো না- তাঁরা এই চিঠিটা পড়েনি। এটা হচ্ছে বড় কথা। আমি আমার চিঠির কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি আমার চিঠিতে উল্লেখ করেছি যে, আমি ওয়ার্ল্ড কাপ (টি-টোয়েন্টি বিশ্বকাপ) প্রস্তুতির জন্যে এই সময়টায় আইপিএল খেলতে চাই।'


'এরপর আকরাম ভাই স্পেশালি বারবার বলছেন যে, আমি টেস্ট খেলতে চাই না। হয়তো গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছেন। আমার ধারণা উনি সত্যিকারে আমার চিঠিটা পড়েননি। তাঁরা যে ডিশিসনটা নিয়েছে তা আলোচনা করেই নিয়েছে। তবে আমার ধারণা উনি লেটারটা পড়েননি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball